ভিপি নূরের বিরুদ্ধে ডিএনসিসির অভিযোগ

- আপডেট: ০৯:৩৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / 10
ছবি : সংগৃহীত
পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নগর ভবনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন বলে অভিযোগ করেছে ডিএনসিসি।
বুধবার (২১ মে) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৮ মে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে ফোন করে নূর তার পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য অনুরোধ করেন। প্রকৌশলী আরিফুর রহমান তখন নূরকে জানান, পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালার বাইরে গিয়ে কোনো নিয়োগ বা বরাদ্দ দেওয়া সম্ভব নয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনগত ব্যাখ্যা সত্ত্বেও নূর চাপ প্রয়োগ করে তার পছন্দের ঠিকাদারকে কাজ দিতে বলেন এবং তা না মানলে নগর ভবনের দরজায় তালা লাগানোর হুমকি দেন। এর পরদিন ২০ মে মঙ্গলবার বিকেল ৩টার দিকে নূরের নেতৃত্বে কিছু লোক গুলশান-২ এ ডিএনসিসির নগর ভবনের সামনে এসে বিক্ষোভ শুরু করে। ‘গণঅধিকার পরিষদ’ ব্যানারে এই বিক্ষোভ চলাকালে ডিএনসিসি প্রশাসকের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। এর ফলে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হয়।
ডিএনসিসি কর্তৃপক্ষ একে ‘সাংবিধানিক প্রক্রিয়া ও নাগরিক সেবার বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।
এ বিষয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেওয়া হবে।