১১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
ড. ইউনূসের প্রতি বিএনপির দাবি

নির্বাচনি রোডম্যাপ দিয়ে জাতিকে সংকট থেকে মুক্ত করুন : সালাহউদ্দিন

ইউএনএ প্রতিবেদক
  • আপডেট: ১২:২৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 5

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ-ফাইল ছবি

বিএনপি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করেনি বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ। তিনি যদি একান্তই ব্যক্তিগতভাবে দায়িত্ব পালন করতে অপারগ হন রাষ্ট্র তো বসে থাকবে না।

ড. ইউনূসের পদত্যাগে কোনো শূন্যতা তৈরি হবে না। তবে বিএনপি চায় সম্মানের সঙ্গে ড. ইউনূস থাকুন। নির্বাচনি রোডম্যাপ দিয়ে জাতিকে সংকট থেকে মুক্ত করুন। ।

এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের ইচ্ছা প্রকাশের খবর নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে যখন ঝড় উঠেছে এবং এর জন্য অনেকে বিএনপিকে দায়ী করে কথা বলছেন।

তখনই সালাউদ্দিন আহমেদ বললেন, প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো চাপ নেই। বিএনপি তার পদত্যাগও চায় না।

তবে ড. ইউনূস স্বেচ্ছায় চলে যেতে চাইলে জাতি বিকল্প বেছে নেবে মন্তব্য করে তিনি আরও বলেন, এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়।

শুক্রবার (২৩ মে) দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করার পরিবর্তে যদি তিনি পদত্যাগ করতে চান বা দায়িত্ব ছেড়ে দিতে চান সেটি তার ব্যক্তিগত বিষয় হতে পারে। আমরা উনার পদত্যাগ দাবি করিনি। আর একান্তই যদি উনি ব্যক্তিগতভাবে দায়িত্ব পালনে অপারগ হন তাহলে রাষ্ট্র তো বসে থাকবে না। তা পদত্যাগে কোনো শূন্যতা তৈরি হবে না। জাতি একটা বিকল্প ব্যবস্থা খুঁজে নেবে। এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়।

তিনি আরও বলেন, কিন্তু আমরা আশা করব, তিনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, তিনি বিষয়টি অনুধাবন করবেন। জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি নির্রাচনি রোডম্যাপ ঘোষণা করবেন।

সালাহউদ্দিন আহমেদ জানান, বিএনপি সোমবার (১৯ মে) থেকে প্রধান উপদেষ্টার সাক্ষাতের চেষ্টা করেও পায়নি। সরকারের ভেতরের আওয়ামী দোসর এবং উচ্চাবিলাসী কেউ কেউ বিএনপিকে প্রতিপক্ষ ভাবে মন্তব্য করেন তিনি।

বিএনপির আন্দোলনের চাপে ড. ইউনূস পদত্যাগ করতে চেয়েছেন সারজিস আলমের এমন বক্তব্যের জবাবে সালাহউদ্দিন বলেন, বিএনপি ড. ইউনূসের পদত্যাগের জন্য আন্দোলন করেনি। মেয়র হিসেবে রায় প্রাপ্ত হওয়ার পরও ইশরাককে কেনো শপথ পড়ানো হচ্ছে না সেই কারণে আন্দোলন হয়েছে। এ বিষয়টি অন্য দৃষ্টিতে নেওয়ার কিছু নেই।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ড. ইউনূসের প্রতি বিএনপির দাবি

নির্বাচনি রোডম্যাপ দিয়ে জাতিকে সংকট থেকে মুক্ত করুন : সালাহউদ্দিন

আপডেট: ১২:২৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ-ফাইল ছবি

বিএনপি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করেনি বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ। তিনি যদি একান্তই ব্যক্তিগতভাবে দায়িত্ব পালন করতে অপারগ হন রাষ্ট্র তো বসে থাকবে না।

ড. ইউনূসের পদত্যাগে কোনো শূন্যতা তৈরি হবে না। তবে বিএনপি চায় সম্মানের সঙ্গে ড. ইউনূস থাকুন। নির্বাচনি রোডম্যাপ দিয়ে জাতিকে সংকট থেকে মুক্ত করুন। ।

এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের ইচ্ছা প্রকাশের খবর নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে যখন ঝড় উঠেছে এবং এর জন্য অনেকে বিএনপিকে দায়ী করে কথা বলছেন।

তখনই সালাউদ্দিন আহমেদ বললেন, প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো চাপ নেই। বিএনপি তার পদত্যাগও চায় না।

তবে ড. ইউনূস স্বেচ্ছায় চলে যেতে চাইলে জাতি বিকল্প বেছে নেবে মন্তব্য করে তিনি আরও বলেন, এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়।

শুক্রবার (২৩ মে) দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করার পরিবর্তে যদি তিনি পদত্যাগ করতে চান বা দায়িত্ব ছেড়ে দিতে চান সেটি তার ব্যক্তিগত বিষয় হতে পারে। আমরা উনার পদত্যাগ দাবি করিনি। আর একান্তই যদি উনি ব্যক্তিগতভাবে দায়িত্ব পালনে অপারগ হন তাহলে রাষ্ট্র তো বসে থাকবে না। তা পদত্যাগে কোনো শূন্যতা তৈরি হবে না। জাতি একটা বিকল্প ব্যবস্থা খুঁজে নেবে। এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়।

তিনি আরও বলেন, কিন্তু আমরা আশা করব, তিনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, তিনি বিষয়টি অনুধাবন করবেন। জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি নির্রাচনি রোডম্যাপ ঘোষণা করবেন।

সালাহউদ্দিন আহমেদ জানান, বিএনপি সোমবার (১৯ মে) থেকে প্রধান উপদেষ্টার সাক্ষাতের চেষ্টা করেও পায়নি। সরকারের ভেতরের আওয়ামী দোসর এবং উচ্চাবিলাসী কেউ কেউ বিএনপিকে প্রতিপক্ষ ভাবে মন্তব্য করেন তিনি।

বিএনপির আন্দোলনের চাপে ড. ইউনূস পদত্যাগ করতে চেয়েছেন সারজিস আলমের এমন বক্তব্যের জবাবে সালাহউদ্দিন বলেন, বিএনপি ড. ইউনূসের পদত্যাগের জন্য আন্দোলন করেনি। মেয়র হিসেবে রায় প্রাপ্ত হওয়ার পরও ইশরাককে কেনো শপথ পড়ানো হচ্ছে না সেই কারণে আন্দোলন হয়েছে। এ বিষয়টি অন্য দৃষ্টিতে নেওয়ার কিছু নেই।

শেয়ার করুন