শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে থাকবে না সাকিব

- আপডেট: ১১:২৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
- / 17
বিপিএল শেষে মার্চে শুরু হওয়া শ্রীলংঙ্কার বিপক্ষে পুরো সিরিজে থাকছেনা সাকিব আল হাসান।
ইতোমধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দুটি ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে রাখা হয়নি সাকিব আল হাসানকে। ধারণা করা হচ্ছিল, অন্তত টেস্ট সিরিজে অভিজ্ঞ এই ক্রিকেটারকে দেখা যাবে। কিন্তু ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, পুরো সিরিজের জন্যই সাকিবকে ছুটি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সাকিব ফর্মেই ছিল তবে তার চোখে একটা সমস্যা ছিল যার জন্য একটু সমস্যা হচ্ছিল কিন্তু সেটা সাময়িক।
আগামী ১ মার্চ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এই সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ছাড়া দুটি টেস্টও খেলবে তারা।
এদিকে পেস বোলিং কোচসহ বেশ কিছু নাম চূড়ান্ত করে ফেলেছে বিসিবি।এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা দিবে।