দুর্গাপুরে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

- আপডেট: ১০:৫৪:২২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / 71
নেত্রকোনার দুর্গাপুরে ফল উৎসবে আমন্ত্রিত অতিথিরা / ইউএনএ
‘‘নিয়মিত ফল খেলে-সব ধরনের পুষ্টি মেলে’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে সাহিত্য সংগঠন ‘‘পথ পাঠাগারের’’ আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘মৌসুমী ফল উৎসব ২০২৫’। সোমবার (০৭ জুলাই) সন্ধ্যায় এ উৎসব অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে পথ পাঠাগারের সভাপতি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে, পাঠাগারের সহ-সভাপতি জিয়াউল হক এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর। বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, আবাসিক মেডিক্যাল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, এস এম রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সম্মিলিত সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি লোকান্ত শাওন, কবি আবুল বাসার, কবি দুনিয়া মামুন প্রমুখ।
এছাড়া, স্থানীয় গন্যমান্য ব্যাক্তি, কবি, সাহিত্যিক, সাংবাদিক, ব্যবসায়িগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে, নানা প্রজাতির দেশীয় ও মৌসুমী ফলের প্রদর্শনী ও উৎসব আয়োজন করা হয়। ফলের মধ্যে আম, কাঁঠাল, কলা, পেঁপে, জাম, লটকন, পেঁয়ারা, আনারস সহ বিভিন্ন প্রকারের পুষ্টিকর ফল।
বক্তারা বলেন, বৈচিত্র্যময় বাংলাদেশের মৌসুমী ফলের সাথে বিশ্বের কোন দেশের ফলেরই তুলনা হয় না। দেশীয় ফলের স্বাদ ও পুষ্টিগুন অন্য কোন দেশের ফলেই পাওয়া যায় না। প্রতিটি ঋতুর ফল, আলাদা আলাদা স্বাদ ও পুষ্টি গুন। মানব দেহের সুস্থ্যতার জন্য নিয়মিত দেশী ফল খাওয়ার আহবান জানানো হয়।