পঞ্চগড়ে কেন্দ্রীয় ছাত্রদল নেতার ওপর হামলা: চার ছাত্রদল নেতা বহিষ্কার

- আপডেট: ১১:১২:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / 6
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজ / ইউএনএ
পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া বাজারে কেন্দ্রীয় ছাত্রদল নেতা মাসুদ রানা রিয়াজের ওপর প্রকাশ্যে হামলার ঘটনায় চার ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
রবিবার (৬ জুলাই) বিকেল সোয়া ৩টায় সাকোয়া বাজারে এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে, পঞ্চগড় জেলা বিএনপির সাবেক সভাপতি ও তিনবারের নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত মোজাহার হোসেনের কবর জিয়ারত করতে গেলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজের ওপর হামলা চালানো হয়।
হামলার ১৩ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে মাসুদ রানাকে এলোপাতাড়ি মারধর করতে দেখা যায়। হামলার সময় তার পরনের পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয় এবং মাথায় আঘাত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পরপরই ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে অভিযুক্ত চার ছাত্রদল নেতাকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। বহিষ্কৃতরা হলেন—বোদা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জীবন সরকার, বোদা পৌর ছাত্রদলের সভাপতি নাজমুল ইমন, সাকোয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আশিক এবং যুগ্ম আহ্বায়ক জসিম ইসলাম।
আহত মাসুদ রানা রিয়াজ বর্তমানে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি পঞ্চগড়-২ আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশার ঘোষণা দেন।
এ বিষয়ে রিয়াজ বলেন, আমি বর্তমানে অসুস্থ। মাথায় বড় ধরনের আঘাত করা হয়েছে। দিনাজপুর মেডিক্যালে চিকিৎসা নিচ্ছি। পুরো বিষয়টি কেন্দ্রীয় বিএনপি মনিটর করছে। কেন্দ্রের সিদ্ধান্তই চূড়ান্ত।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা ইতোমধ্যে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি। বিষয়টি কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দকে জানানো হয়েছে। রিজভী ভাইও অবগত আছেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকেও বিষয়টি জানানো হবে।
বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান বলেন,উনি যে একজন কেন্দ্রীয় নেতা, তা আমাদের অবগত না করেই প্রয়াত মোজাহার হোসেনের কবর জিয়ারতে এসেছিলেন। গতকাল ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে আমি পুরোপুরি অবগত নই।