০৭:২০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
ঢাকা রুটে সাপ্তাহিক বাস চালুর পরিকল্পনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের

ইসরাত জাহান, মাভাবিপ্রবি প্রতিনিধি
- আপডেট: ০৯:২৯:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / 147
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় / ইউএনএ
বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতি সপ্তাহে একদিন ঢাকা রুটে পরিবহণ সেবা চালুর পরিকল্পনা গ্রহণ করেছে। প্রাথমিক প্রস্তাব অনুযায়ী, প্রতি বৃহস্পতিবার সকালে ক্যাম্পাস থেকে একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে এবং সন্ধ্যায় ঢাকা থেকে ক্যাম্পাসে ফিরে আসবে। এই সেবাটি গ্রহণের জন্য শিক্ষার্থীদের নির্ধারিত ফি প্রদান করে আগাম টিকিট সংগ্রহ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পরিবহণ পরিচালক জানিয়েছেন, বিষয়টি এখনো প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। শিক্ষার্থীরা এই বাস সার্ভিস চালুর দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে।