মাভাবিপ্রবিতে কোরিয়ান শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান

- আপডেট: ১১:৩৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- / 63
মাভাবিপ্রবিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা দক্ষিণ কোরিয়ার কংজু ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আগত শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে / ইউএনএ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি ) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা দক্ষিণ কোরিয়ার কংজু ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আগত শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আজ ক্যাম্পাসে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছেন।
কার্যক্রমটি সকাল ১০টায় শুরু হয় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদের উপস্থিতিতে। শিক্ষার্থীরা নিজ বিভাগের ভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার করেন। পাশাপাশি পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্থানে লিফলেট লাগানো হয়।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. সাদমান হোসাইন সাজিদ বলেন, “আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা একটি বার্তা ছড়িয়ে দিতে চেয়েছি—পরিচ্ছন্নতা শুধু কারও একার দায়িত্ব নয়, বরং এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। কোরিয়ান শিক্ষার্থীদের অংশগ্রহণ আমাদের জন্য এক অনুপ্রেরণা এবং আন্তর্জাতিক বন্ধুত্বের প্রতীক।”
তিনি আরও বলেন, “আমরা নিজেরা আমাদের ডিপার্টমেন্ট পরিষ্কার করেছি, লিফলেট লাগিয়েছি যাতে অন্যরাও উদ্বুদ্ধ হয় এবং নিজ নিজ আশপাশ পরিষ্কার রাখার দায়িত্ব অনুভব করে। আমরা বিশ্বাস করি, ছোট ছোট উদ্যোগই একদিন বড় পরিবর্তনের পথে এগিয়ে নেবে।”
আরেক শিক্ষার্থী মো. আসিফ আল মোস্তফা বলেন, “এই কার্যক্রম আমাদের দায়িত্ববোধ বাড়িয়েছে এবং একই সঙ্গে আন্তর্জাতিক বন্ধুত্বের এক অনন্য নিদর্শন হয়ে উঠেছে। আমাদের প্রচেষ্টা ভবিষ্যতে বড় ধরনের পরিবর্তনের সূচনা করবে—এই বিশ্বাস আমাদের পথচলার অনুপ্রেরণা।”
পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরির এমন উদ্যোগে অংশগ্রহণ করে কোরিয়ান শিক্ষার্থীরাও উচ্ছ্বাস প্রকাশ করেন। আন্তর্জাতিক বন্ধন এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার এই প্রয়াস প্রশংসা পেয়েছে ক্যাম্পাসজুড়ে।