খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সরব আন্তর্জাতিক গণমাধ্যম

- আপডেট: ০৯:৪৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / 6
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার এই ‘সংকটাপন্ন’ শারীরিক অবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, খালেদা জিয়া “খুবই সংকটাপন্ন” অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। সংবাদটির সূত্র তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
একই তথ্য উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি এবং গালফ নিউজও একই ধরনের শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে। পাকিস্তানের ডন নিউজ এবং আরব নিউজ, ভারতের এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু ও হিন্দুস্তান টাইমস—সবাই গুরুত্ব দিয়ে প্রচার করেছে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা।
এনডিটিভি তার প্রতিবেদনে লিখেছে,বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি।
আরব নিউজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্ধৃতি দিয়ে জানায়, খালেদা জিয়ার অবস্থা “খুবই ক্রিটিকাল।”
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানিয়েছেন, গত তিনদিন ধরে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পরেই পরবর্তী চিকিৎসা গ্রহণ করা হবে। অনুমতি মিললেই তাকে বিদেশে নেয়ার প্রস্তুতি রাখা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতার জন্য পরিবারসহ বিএনপির নেতাকর্মীরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।










