০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

ইউএনএ নিউজ
  • আপডেট: ০৯:৫৩:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 11

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ফাইল ছবি 

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যেই ট্রাভেল পাস ইস্যু করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার ( ৩০ নভেম্বর ) বিকেলে প্রেসক্লাবে ডিক্যাব আয়োজিত এক সেশনে তিনি এ মন্তব্য করেন।

সেমিনারে বক্তব্য দিতে গিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, তারেক রহমান বর্তমানে লন্ডনে কোন স্ট্যাটাসে আছেন সে বিষয়ে সরকারের কাছে স্পষ্ট তথ্য নেই। তবে তিনি দেশে ফিরতে চাইলে অন্য কোনো দেশ তাকে আটকাবে এমনটি অস্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, তা নিয়ে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন করে সামঞ্জস্য করতে সময় লাগছে। তবে আশা করা হচ্ছে দুই দেশের ওয়ার্কিং রিলেশন দ্রুতই স্বাভাবিক হবে।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতে অবস্থান করছেন বলে জানা গেলেও দিল্লির পক্ষ থেকে এখনো কোনো অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি। তাকে ফেরত পাঠানো নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।

তৌহিদ হোসেন বলেন, ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না-ও দেয়, তবুও ঢাকা-দিল্লি সম্পর্ক অচল হয়ে যাবে না। দণ্ডিত হওয়ায় তাকে দ্রুত ফিরিয়ে আনার প্রত্যাশা করছে বাংলাদেশ।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট: ০৯:৫৩:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ফাইল ছবি 

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যেই ট্রাভেল পাস ইস্যু করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার ( ৩০ নভেম্বর ) বিকেলে প্রেসক্লাবে ডিক্যাব আয়োজিত এক সেশনে তিনি এ মন্তব্য করেন।

সেমিনারে বক্তব্য দিতে গিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, তারেক রহমান বর্তমানে লন্ডনে কোন স্ট্যাটাসে আছেন সে বিষয়ে সরকারের কাছে স্পষ্ট তথ্য নেই। তবে তিনি দেশে ফিরতে চাইলে অন্য কোনো দেশ তাকে আটকাবে এমনটি অস্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, তা নিয়ে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন করে সামঞ্জস্য করতে সময় লাগছে। তবে আশা করা হচ্ছে দুই দেশের ওয়ার্কিং রিলেশন দ্রুতই স্বাভাবিক হবে।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতে অবস্থান করছেন বলে জানা গেলেও দিল্লির পক্ষ থেকে এখনো কোনো অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি। তাকে ফেরত পাঠানো নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।

তৌহিদ হোসেন বলেন, ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না-ও দেয়, তবুও ঢাকা-দিল্লি সম্পর্ক অচল হয়ে যাবে না। দণ্ডিত হওয়ায় তাকে দ্রুত ফিরিয়ে আনার প্রত্যাশা করছে বাংলাদেশ।

শেয়ার করুন