শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ কমছে

- আপডেট: ১০:০২:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / 10
ড. হোসেন জিল্লুর রহমান। ফাইল ছবি
শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক হারে কমছে বলেও উল্লেখ করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে হাঁটছে বাংলাদেশ।
রোববার (৩০ নভেম্বর) সকালে গবেষণা সংস্থা র্যাপিডের সেমিনারে এসব কথা বলেন সাবেক এই উপদেষ্টা।দেশে কম উৎপাদনমুখী খাতে বেশি বিনিয়োগ হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কাগজে কলমে গত দুই দশকে উৎপাদন প্রায় ১০ শতাংশ বাড়লেও, কর্মসংস্থান কমেছে ১৪ লাখ। কৃষিখাতে ৪৫ শতাংশ শ্রমিক কাজ করলেও, মোট দেশজ উৎপাদনের মাত্র ১১ শতাংশ আসে এই খাত থেকে।
এছাড়া, দেশের সবচেয়ে বড় রফতানি খাত পোশাক খাতে শ্রমিকের সংখ্যা ৪০ লাখের আশপাশে স্থির হয়ে আছে।
অপরদিকে গবেষকরা বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে সস্তা শ্রম টেকসই হবে না। তাই শিক্ষিত তরুণ ও নারীবান্ধব চাকরির বাজারে জোর দিতে হবে। বিদেশে পাঠাতে হবে দক্ষ জনশক্তি। সেইসাথে, আলাদা পরিকল্পনা নিতে হবে কৃষির জন্য।










