০৭:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

জম্মু-কাশ্মির উন্নয়নের নতুন উচ্চতা স্পর্শ করেছে: মোদি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট: ০৬:৩৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
  • / 11

জম্মু ও কাশ্মিরে একটি নির্বাচনী জনসভার ভাষণে বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর জম্মু ও কাশ্মির উন্নয়নের নতুন উচ্চতা স্পর্শ করেছে। এখানকার বাসিন্দারা স্বাধীনভাবে নিঃশ্বাস নিচ্ছে। খবর পিটিআই।

বকশি স্টেডিয়ামের ভাষণে মোদি বলেছেন, ‘৩৭০ ধারা বাতিলের পর জম্মু ও কাশ্মির উন্নয়নের নতুন উচ্চতা ছুঁয়েছে। বাসিন্দারা স্বাধীনভাবে শ্বাস নিচ্ছে। এতদিন কংগ্রেস ৩৭০ অনুচ্ছেদের মাধ্যমে শুধু জম্মু ও কাশ্মিরের জনগণকে নয়, সমগ্র জাতিকে বিভ্রান্ত করেছে।

এ সময় আসন্ন পবিত্র মাস রমজান ও মহা শিবরাত্রির জন্য ‘অগ্রিম শুভেচ্ছা’ জানান মোদি।

বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার ৩৭০ ধারার বিধান বাতিল করার পর থেকে এটি ছিল মোদির প্রথম কাশ্মির সফর। ধারা বাতিলের কারণে বিশেষ মর্যাদা পায় জম্মু ও কাশ্মির রাজ্য। ২০১৯ সালের ৫ আগস্ট ধারাটি বাতিলের পর কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত হয় জম্মু ও কাশ্মির।

বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করার পর মোদি বলেন, তিনি শ্রীনগরের বিস্ময়কর বাসিন্দাদের মধ্যে থাকতে পেরে আনন্দিত। তিনি বলেন, ‘আজকে যে উন্নয়ন প্রকল্পগুলো উৎসর্গ করা হচ্ছে তা জম্মু ও কাশ্মিরের উন্নয়ন বৃদ্ধি করবে। একটি উন্নত জম্মু ও কাশ্মির উন্নত ভারতের জন্য অগ্রাধিকার।’

জম্মু ও কাশ্মিরকে দেশের মুকুট হিসেবে বর্ণনা করে মোদি বলেন, উন্নত জম্মু ও কাশ্মির গড়ে তোলার পথটি পর্যটন সম্ভাবনা ও কৃষকদের ক্ষমতায়নের মাধ্যমে উঠে আসবে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জম্মু-কাশ্মির উন্নয়নের নতুন উচ্চতা স্পর্শ করেছে: মোদি

আপডেট: ০৬:৩৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪

জম্মু ও কাশ্মিরে একটি নির্বাচনী জনসভার ভাষণে বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর জম্মু ও কাশ্মির উন্নয়নের নতুন উচ্চতা স্পর্শ করেছে। এখানকার বাসিন্দারা স্বাধীনভাবে নিঃশ্বাস নিচ্ছে। খবর পিটিআই।

বকশি স্টেডিয়ামের ভাষণে মোদি বলেছেন, ‘৩৭০ ধারা বাতিলের পর জম্মু ও কাশ্মির উন্নয়নের নতুন উচ্চতা ছুঁয়েছে। বাসিন্দারা স্বাধীনভাবে শ্বাস নিচ্ছে। এতদিন কংগ্রেস ৩৭০ অনুচ্ছেদের মাধ্যমে শুধু জম্মু ও কাশ্মিরের জনগণকে নয়, সমগ্র জাতিকে বিভ্রান্ত করেছে।

এ সময় আসন্ন পবিত্র মাস রমজান ও মহা শিবরাত্রির জন্য ‘অগ্রিম শুভেচ্ছা’ জানান মোদি।

বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার ৩৭০ ধারার বিধান বাতিল করার পর থেকে এটি ছিল মোদির প্রথম কাশ্মির সফর। ধারা বাতিলের কারণে বিশেষ মর্যাদা পায় জম্মু ও কাশ্মির রাজ্য। ২০১৯ সালের ৫ আগস্ট ধারাটি বাতিলের পর কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত হয় জম্মু ও কাশ্মির।

বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করার পর মোদি বলেন, তিনি শ্রীনগরের বিস্ময়কর বাসিন্দাদের মধ্যে থাকতে পেরে আনন্দিত। তিনি বলেন, ‘আজকে যে উন্নয়ন প্রকল্পগুলো উৎসর্গ করা হচ্ছে তা জম্মু ও কাশ্মিরের উন্নয়ন বৃদ্ধি করবে। একটি উন্নত জম্মু ও কাশ্মির উন্নত ভারতের জন্য অগ্রাধিকার।’

জম্মু ও কাশ্মিরকে দেশের মুকুট হিসেবে বর্ণনা করে মোদি বলেন, উন্নত জম্মু ও কাশ্মির গড়ে তোলার পথটি পর্যটন সম্ভাবনা ও কৃষকদের ক্ষমতায়নের মাধ্যমে উঠে আসবে।

শেয়ার করুন