আরও বিপাকে কেজরি, ফের ১৪ দিনের জেল

- আপডেট: ০৮:০০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
- / 22
আবারও বাড়ল অরবিন্দ কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ। আগামী ১৪ দিন দিল্লির তিহাড় জেলেই থাকতে হবে তাঁকে। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে দিল্লির একটি আদালত। কেবল দিল্লির মুখ্যমন্ত্রী নয়, আবগারি মামলায় গ্রেপ্তার হওয়া কে কবিতাকেও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৭ মে পর্যন্ত জেলে থাকবেন দুজনেই। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
আজ মঙ্গলবার আদালতের নির্দেশ, আরও ১৪ দিন জেলেই বন্দি থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী। অর্থাৎ লোকসভা নির্বাচনের তৃতীয় দফায়ও জেল থেকে বেরতে পারবেন না তিনি। যদিও এদিন আদালত নির্দেশ দিয়েছে, জেলে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে কেজরিওয়ালের জন্য। দরকার পড়লে পরামর্শ নিতে হবে এআইএমএসের চিকিৎসকদের থেকেও।
গত ২১ মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর হাতে গ্রেপ্তার হন আম আদমি নেতা কেজরিওয়ালতার পর ইডি হেফাজত থেকে তাকে পাঠানো হয় তিহার জেলে। সেখান থেকে গ্রেপ্তারির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেন দিল্লির মুখ্যমন্ত্রী। কিন্তু স্বস্তি মেলেনি। শীর্ষ আদালতের পক্ষ থেকে বলা হয়, কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে পরবর্তী শুনানি হবে ২৯ এপ্রিল। শুনানির আগে এই গ্রেপ্তারি প্রসঙ্গে ইডির কাছে জবাব তলব করে সুপ্রিম কোর্ট। ২৪ এপ্রিলের মধ্যে শীর্ষ আদালতের কাছে নিজের বক্তব্য পেশ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।