০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

ট্রাফিক পুলিশে জন্য ‘এসি হেলমেট’

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট: ১১:৩৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
  • / 11

ছবি : সংগৃহীত 

তীব্র তাপদাহে নজর কেড়েছে ভারতের গুজরাটের ইন্ডিয়ান ইন্সটিউট অফ ম্যানেজমেন্টের এক ছাত্রের তৈরি এই শীতাতপ নিয়ন্ত্রিত এসি হেলমেট। আবহাওয়ার কথা মাথায় রেখে এই হেলমেট তৈরি করেছে ওই ছাত্র। দেশটিতে ব্যটারিচালিত এই হেলমেট নিয়ে চলছে বেশ আলোচনা।

এদিকে দাবদাহে সারাক্ষণ রোদে দাঁড়িয়ে যারা ডিউটি করেন তাদের জন্য পরিস্থিতি বেশ অস্বস্তিকর। আবার অনেকেই রয়েছেন যাদের হেলমেট পরে ডিউটি করতে হয়—যেমন; ট্রাফিক পুলিশ। এছাড়া যারা বাইক বা স্কুটি নিয়ে যাতায়াত করেন তাদের জন্যও এই গরম অস্বস্তিকর।

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গত বছর আহমেদাবাদ ট্রাফিক পুলিশের কর্মীদেরও এই ধরনের হেলমেট দেয়া হয়েছে। এছাড়াও লখনউতেও ট্রাফিক পুলিশদের এই হেলমেট দেয়া শুরু হয়। এদিকে অনলাইনে এই হেলমেট পাওয়া গেলেও সাধারণ মানুষের মধ্যে ততটাও প্রচলিত হয়নি। তবে রোদের তাপ থেকে রেহাই পেতে অনলাইনে এই ধরনের হেলমেট কিনতেই পারেন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুসারে, গত বছর আহমেদাবাদ ট্র্যাফিক পুলিশের ছয় কনস্টেবলকে পরীক্ষামূলকভাবে এই বিশেষ হেলমেট দেয়া হয়েছে। যদি হেলমেটির ব্যবহার সফল হয় তবে আরো ৫০০ হেলমেট দেয়া হবে। একটি ব্যাটারি ব্যবহার করে কাজ করে হেলমেটটি। ব্যাটারিটি কোমরে বহন করা হয় এবং প্রায় প্রতি আট ঘণ্টা পর পর রিচার্জ করতে হয়। এটি প্লাস্টিক দিয়ে তৈরি এবং মাথার সুরক্ষার কাজও করে।

 

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ট্রাফিক পুলিশে জন্য ‘এসি হেলমেট’

আপডেট: ১১:৩৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

ছবি : সংগৃহীত 

তীব্র তাপদাহে নজর কেড়েছে ভারতের গুজরাটের ইন্ডিয়ান ইন্সটিউট অফ ম্যানেজমেন্টের এক ছাত্রের তৈরি এই শীতাতপ নিয়ন্ত্রিত এসি হেলমেট। আবহাওয়ার কথা মাথায় রেখে এই হেলমেট তৈরি করেছে ওই ছাত্র। দেশটিতে ব্যটারিচালিত এই হেলমেট নিয়ে চলছে বেশ আলোচনা।

এদিকে দাবদাহে সারাক্ষণ রোদে দাঁড়িয়ে যারা ডিউটি করেন তাদের জন্য পরিস্থিতি বেশ অস্বস্তিকর। আবার অনেকেই রয়েছেন যাদের হেলমেট পরে ডিউটি করতে হয়—যেমন; ট্রাফিক পুলিশ। এছাড়া যারা বাইক বা স্কুটি নিয়ে যাতায়াত করেন তাদের জন্যও এই গরম অস্বস্তিকর।

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গত বছর আহমেদাবাদ ট্রাফিক পুলিশের কর্মীদেরও এই ধরনের হেলমেট দেয়া হয়েছে। এছাড়াও লখনউতেও ট্রাফিক পুলিশদের এই হেলমেট দেয়া শুরু হয়। এদিকে অনলাইনে এই হেলমেট পাওয়া গেলেও সাধারণ মানুষের মধ্যে ততটাও প্রচলিত হয়নি। তবে রোদের তাপ থেকে রেহাই পেতে অনলাইনে এই ধরনের হেলমেট কিনতেই পারেন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুসারে, গত বছর আহমেদাবাদ ট্র্যাফিক পুলিশের ছয় কনস্টেবলকে পরীক্ষামূলকভাবে এই বিশেষ হেলমেট দেয়া হয়েছে। যদি হেলমেটির ব্যবহার সফল হয় তবে আরো ৫০০ হেলমেট দেয়া হবে। একটি ব্যাটারি ব্যবহার করে কাজ করে হেলমেটটি। ব্যাটারিটি কোমরে বহন করা হয় এবং প্রায় প্রতি আট ঘণ্টা পর পর রিচার্জ করতে হয়। এটি প্লাস্টিক দিয়ে তৈরি এবং মাথার সুরক্ষার কাজও করে।

 

শেয়ার করুন