২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ

- আপডেট: ০৩:৩৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
- / 22
ফাইল ছবি
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৩ মে (শুক্রবার) চট্টগ্রামে প্রথম ম্যাচে মাঠে নামবে এই দু’দল। মঙ্গলবার (৩০ এপ্রিল) সিরিজকে সামনে রেখে এক বিবৃতিতে টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) এক বিবৃতির মাধ্যমে টিকিটের মূল্য জানায় বিসিবি। ওয়ের্স্টান গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। ইর্স্টান গ্যালারির টিকিট মূল্য ৩০০ টাকা। এ ছাড়াও ক্লাব হাউজ ৫০০ টাকা ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা।
অন্যদিকে রুফটপ হসপিটালিটি ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে ১৫০০ টাকা। সাগরিকা টিকেট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়াম থেকে ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন টিকিট সংগ্রহ করতে পারবে দর্শকরা।
চট্টগ্রামে আগামী ৩, ৫ ও ৭ মে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম তিন ম্যাচ। এরপর ১০ ও ১২ মে ঢাকায় অনুষ্ঠিত হবে বাকি দুই ম্যাচ। ১৭ দিনের সফর শেষে আগামী ১৩ মে ঢাকা ছাড়বে জিম্বাবুয়ে ক্রিকেট দল। প্রায় চার বছর পর বাংলাদেশ এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এর আগে, ২০২০ সালে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসে জিম্বাবুয়ে।