৬ অলরাউন্ডার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা আফগানিস্তানের

- আপডেট: ০৩:৫৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
- / 11
ফাইল ছবি
পঞ্চম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান। আইসিসির এই মেগা আসর দিয়ে আবারও নেতৃত্বে ফিরছেন ইনজুরির কারণে মাঝে কয়েক মাস দলের বাইরে থাকা রশিদ খান। এই লেগস্পিন অলরাউন্ডারের বিশ্বকাপ দলে অলরাউন্ডারের ছড়াছড়ি দেখা গেছে। এমন ক্রিকেটার আছেন ৬ জন। তবে আফগানদের সাবেক অধিনায়ক হাশমতউল্লাহ শহিদীর এই দলে জায়গা হয়নি।
গতকাল (মঙ্গলবার) রাতে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে। যেখানে মূল দলে জায়গা মেলেনি বিধ্বংসী ওপেনার হজরতউল্লাহ জাজাইয়ের। তিনিসহ সেদিকউল্লাহ অটল ও সালিম সাফিকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া হাসমত উল্লাহ শহিদির উপর এবার আস্থা রাখতে পারেনি আফগানিস্তান। এমনকি বিশ্বকাপ স্কোয়াডেও রাখা হয়নি তাকে। এবার রশিদ খানের নেতৃত্বে বিশ্বকাপের বিমানে চড়বেন আফগানরা।
আফগান স্কোয়াডে ৪ ব্যাটার হলেন- রাহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান এবং ব্যাক-আপ উইকেটরক্ষক মোহাম্মদ ইসহাক। আর রশিদ ছাড়া বাকি ৫ অলরাউন্ডার হলেন- আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নায়েব, করিম জানাত এবং নাঙ্গেলিয়া খারোত।
আফগানদের দলটিতে বিশেষজ্ঞ ব্যাটসম্যানের সংখ্যা কেবল ৪। উইকেটরক্ষক ব্যাটার রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে আছেন অভিজ্ঞ ইবরাহীম জাদরান ও নাজিবউল্লাহ জাদরান। ব্যাক-আপ উইকেটরক্ষক হিসেবে নেওয়া হয়েছে মোহাম্মদ ইশাককে। মাত্র ১৯ বছর বয়সী এই ক্রিকেটার চলতি বছরের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এখন পর্যন্ত ৪ টি-টোয়েন্টি ম্যাচে তার রান ৭৫, স্ট্রাইকরেট ১৪১।
আগামী ১ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া বিশ্বকাপ আসরে আফগানিস্তানের মূল স্কোয়াডে জায়গা পাননি মারকুটে ব্যাটার হাজরত উল্লাহ জাজাই। বাঁহাতি এই ব্যাটারকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। তার সঙ্গে রিজার্ভে আছেন আরও দুই জন-সাদিকুল্লাহ ও মোহাম্মদ সালেম।