চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার- ৫

- আপডেট: ১২:৩৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
- / 24
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় একটি চিহ্নিত মাদকস্পটে আসর বসিয়ে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনকালে ৫০পিস ইয়াবা ও মাদকসেবনের উপকরণসহ ৫জনকে গ্রেফতার করেছে র্যাব। গত রোববার রাত সাড়ে ৯টায় নুনগোলা কেডিসিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- গোমস্তাপুরের মাখতাপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম (২২), দশিমনিকাঠাল গ্রামের আয়নাল হকের ছেলে মিঠুন আলী(৩০), প্রসাদপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে নুর মোহম্মদ(১৯), বাঙ্গাবাড়ি সন্তোষপুর গ্রামের মৃত সাইফুদ্দিনের ছেলে আক্তারুল ইসলাম(৩০) ও বাঙ্গাবাড়ি গ্রামের মৃত জজিমের ছেলে মাসুদ রানা (২৭)।
গতকাল সোমবার (৫ফেব্রুয়ারি) সকাল ১০টায় চাঁপাইনববাবগঞ্জ র্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ ৫জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।