রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ

- আপডেট: ০১:০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
- / 22
সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুর-১০ ও পল্লবী এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালানোর অনুমতি চেয়ে সড়ক অবরোধ করেছে চালকরা। এ সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে তাদের।এ সময় কয়েকশো ব্যাটারিচালিত অটোরিকশার চালককে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
রোববার (১৯ মে) সকাল থেকে সড়ক অবরোধ করে অটো চালকরা। গত কয়েকদিন ধরেই পুলিশ তাদের ব্যাটারিচালিত রিকশা আটক করছে।
জানা গেছে, মিরপুর-১০ গোল চত্বরে শতশত ব্যাটারিচালিত রিকশা চালক অবস্থান নিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে সকালে পূরবী সিনেমা হলের সামনে অবস্থান নিয়েছিলেন রিকশাচালকরা। পরে তারা সেখানে ভাঙচুর চালায়। পূরবী থেকে মিরপুর-১০ নম্বর এলাকায় এসে জড়ো হয় ব্যাটারিচালিত অটো রিকশাচালকরা। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
প্রসঙ্গত, গত ১৫ মে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উপদেষ্টা পরিষদ ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।
এদিকে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধের কারণে সকাল ৯টা থেকে মিরপুর-১০, ১১, ২, ১৩ ও শেওড়াপাড়া রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন শতশত মানুষ। বাধ্য হয়েছে অনেককে পায়ে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা গেছে।