আজ আইপিএলের ফাইনালে মুখোমুখি কলকাতা ও হায়দ্রাবাদ; রয়েছে বৃষ্টির শঙ্কা।

- আপডেট: ০৬:০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
- / 24
আইপিএল ফাইনালের আগে ট্রফির সামনে কেকেআর ও হায়দ্রাবাদের অধিনায়ক। -ইউএনএ
আজ আইপিএলের ১৭তম আসরের ফাইনালে মাঠে নামবে কলকাতা নাইট রাইডারস ও সানরাইজ হায়দ্রাবাদ।বাংলাদেশ সময় রাত ৮টায় চেন্নাইয়ের চিপকেতে ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল।
দুর্দান্ত খেলতে থাকা কেকেআর পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে প্লে- অফ নিশ্চত করে।আর রান বন্যায় এবারের আসরকে মাতিয়ে রাখা হায়দ্রাবাদ ২য় অবস্থান নিয়ে প্লে-অফ নিশ্চিত করে।
এবারের আসরে দু’দল দুই বার মুখোমুখি হয়,যার দুটি তে জয় লাভ করে কলকাতা।রাউন্ড অফ ম্যাচে ৪ রানে জয় পায় কলকাতা,আর ১ম কোয়ালিফায়ারে ৮ উইকেটের সহজ জয়ে ফাইনাল নিশ্চিত করে কলকাতা। এদিকে কলকাতার সাথে প্রথম কোয়ালিফাইয়ারে হেরে, রাজস্থানের সাথে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে জিতে ফাইনাল নিশ্চিত করে হায়দ্রাবাদ।
এদিকে আসন্ন ঘূর্ণিঝড় রেমালের প্রভাব ভারতের কিছু অঞ্চলে পড়েছে। রেমেলের প্রভাবে বৃষ্টিতে পণ্ড হয়ে গেছে কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনও। তাতে আজ যদি ফাইনাল মাঠে না গড়ায় তাহলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডেতে।
চেন্নাইয়ের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার চেন্নাইয়ে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৯ ডিগ্রি। সে হিসেবে সন্ধ্যার দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সবমিলিয়ে সারাদিনে বৃষ্টির সম্ভাবনা পাঁচ শতাংশেরও কম।
বৃষ্টি কিংবা কোনো কারণে আজকের খেলা ভেস্তে গেলে ম্যাচ গড়াবে আগামীকাল রিজার্ভ ডেতে। সে হিসেবে আজ যেখান খেলা শেষ হবে, সেখান থেকেই পরদিন খেলা শুরু হবে।যদি ১২.৪ ওভার খেলা সম্পন্ন হয়।আর যদি ১২.৪ ওভার খেলা সম্পন্ন না হয় তাহলে পরের দিন রিজার্ভ-ডে তে ম্যাচ নতুন করে শুরু হবে।
আর যদি বৃষ্টির জন্য রিজার্ভ ডে তে ম্যাচ ভেসে যায় তাহলে নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের শীর্ষ দল চ্যাম্পিয়ন হবে। অর্থাৎ কলকাতা চ্যাম্পিয়ন হিসেবে বিবেচিত হবে।