০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

গভীর নিম্নচাপে পরিণত হয়েছে রেমাল

ইউএনএ ডেস্ক
  • আপডেট: ০৪:৩৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
  • / 15

সংগৃহীত ছবি

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলে তাণ্ডব চালাতে চালাতে স্থলভাগে উঠে এসেছে প্রবল ‍ঘূর্ণিঝড় রেমাল। বৃষ্টি ঝরিয়ে দুর্বল হতে হতে দুই থেকে তিন ঘণ্টার মধ্যে ‘প্রবল’ থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে এ ঘূর্ণিবায়ুর চক্র।

আবহাওয়া অফিস বলছে, সোমবার সকাল ৭টার দিকে এ ঝড়ের কেন্দ্রভাগ খুলনার কয়রা এলাকায় অবস্থান করছিল।

আজ (সোমবার) সকাল ১০টায় ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত আবহাওয়ার সর্বশেষ ও ১৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে আবহাওয়া অধিদফতর।

পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

অবশ্য স্যাটেলাইট তথ্যের ভিত্তিতে জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার ঝড়ের যে গতিপথ দেখিয়েছে, তাতে ওই সময় রেমালের কেন্দ্রভাগ ভারতের কলকাতায় অবস্থান করছিল।

বাংলাদেশের আবহাওয়াবিদ বজলুর রশিদ সোমবার সকালে বলেন, “মাঝরাত থেকেই অতিক্রম শুরু হয়েছে৷ এখনো পুরোপুরি করেনি, সেন্টারটা এখন ল্যান্ডে আছে৷ আরও ২/৩ ঘণ্ট লাগবে পুরোপুরি অতিক্রম করতে ৷

আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, সকাল সাড়ে ৭টার ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ছিল ৯০ কিলোমিটার; যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে আগামীকাল (২৮ মে) সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

গভীর নিম্নচাপে পরিণত হয়েছে রেমাল

আপডেট: ০৪:৩৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪

সংগৃহীত ছবি

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলে তাণ্ডব চালাতে চালাতে স্থলভাগে উঠে এসেছে প্রবল ‍ঘূর্ণিঝড় রেমাল। বৃষ্টি ঝরিয়ে দুর্বল হতে হতে দুই থেকে তিন ঘণ্টার মধ্যে ‘প্রবল’ থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে এ ঘূর্ণিবায়ুর চক্র।

আবহাওয়া অফিস বলছে, সোমবার সকাল ৭টার দিকে এ ঝড়ের কেন্দ্রভাগ খুলনার কয়রা এলাকায় অবস্থান করছিল।

আজ (সোমবার) সকাল ১০টায় ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত আবহাওয়ার সর্বশেষ ও ১৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে আবহাওয়া অধিদফতর।

পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

অবশ্য স্যাটেলাইট তথ্যের ভিত্তিতে জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার ঝড়ের যে গতিপথ দেখিয়েছে, তাতে ওই সময় রেমালের কেন্দ্রভাগ ভারতের কলকাতায় অবস্থান করছিল।

বাংলাদেশের আবহাওয়াবিদ বজলুর রশিদ সোমবার সকালে বলেন, “মাঝরাত থেকেই অতিক্রম শুরু হয়েছে৷ এখনো পুরোপুরি করেনি, সেন্টারটা এখন ল্যান্ডে আছে৷ আরও ২/৩ ঘণ্ট লাগবে পুরোপুরি অতিক্রম করতে ৷

আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, সকাল সাড়ে ৭টার ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ছিল ৯০ কিলোমিটার; যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে আগামীকাল (২৮ মে) সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

শেয়ার করুন