বাংলাদেশের বাজারে উন্মোচন হলো ক্যামন ৩০ সিরিজ

- আপডেট: ১২:০৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
- / 26
বাংলাদেশের বাজারে উন্মোচন করা হলো ক্যামন ৩০ সিরিজ স্মার্টফোন – ইউএনএ
স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ এক সুখবর নিয়ে এসেছে গ্লোবাল শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড টেকনো। বাংলাদেশের বাজারে উন্মোচন করা হলো ক্যামন ৩০ সিরিজ। সোমবার (২৭ মে) বাজারে উন্মোচিত হয়েছে এই সিরিজের নতুন দু’টি ফোন – ক্যামন ৩০ এবং ক্যামন ৩০ প্রিমিয়ার ফাইভজি। এআই-চালিত ক্যামেরা সিস্টেম ও উন্নত ইমেজিং ফিচার সহ টেকনো ক্যামন ৩০ সিরিজের এই ফোন স্মার্টফোন ফটোগ্রাফি অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা।
উদ্ভাবনী স্মার্টফোন ব্র্যান্ড টেকনো এর ব্যবহারকারীদের জন্য ইন্ডাস্ট্রি-ফার্স্ট বিভিন্ন ক্যামেরা ফিচার ও প্রযুক্তি নিয়ে আসতে সনির সঙ্গে কাজ করছে। এ পার্টনারশিপের প্রতিফলন ঘটেছে ক্যামন ৩০ সিরিজের নতুন ডিভাইসগুলোতে। বহুল প্রত্যাশিত এ লাইনআপে রয়েছে চোখ ধাঁধানো ডিজাইন ও অত্যাধুনিক ক্যামেরা প্রযুক্তি, যা ব্যবহারকারীদের সামগ্রিক স্মার্টফোন অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।
এআই-সমর্থিত ক্যামেরা ফিচারের ফলে ক্যামন ৩০ ফোনের প্রতিটি ক্লিকে ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন দুর্দান্ত ক্যামেরা অভিজ্ঞতা। এৎ ফোনে চমৎকার অডিও এবং ভিডিও অভিজ্ঞতার জন্য রয়েছে ৬.৭৮ এফএইচডি+ অ্যামোলেড ১২০ হার্জ ডিসপ্লে ও ডলবি অ্যাটমোস স্টেরিও ডুয়াল স্পিকার। যারা গেমিং পছন্দ করেন তাদের জন্য আছে হেলিও জি৯৯ আল্টিমেট অক্টা-কোর প্রসেসর।
এছাড়া কোনো রকম চিন্তা ছাড়াই যেন সারাদিন অনায়াসে সব কাজ করা যায় এজন্য এ ডিভাইসে রয়েছে ৫০০০ মিলিএম্পিয়ার ব্যাটারি ও ৭০ওয়াট আল্ট্রা চার্জ সুবিধা। যার সাহায্যে শূন্য থেকে শতভাগ চার্জ করতে সময় লাগবে মাত্র ৪৫ মিনিট।
এ ফোনের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ক্যামেরা সেটআপ। ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরার সঙ্গে ডুয়াল ফ্ল্যাশ ক্যামেরা সেটআপ দিয়ে ব্যবহারকারীরা দেবে অথবা রাতে প্রতিটি ক্লিকেই পাবে ক্রিস্টাল ক্লিয়াল, ডিটেইলড ছবি। সেলফিপ্রেমীদের জন্য ক্যামন ৩০ ফোনে আছে ডুয়াল কালার টেম্পারেচার ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেল এএফ ক্যামেরা। এছাড়া এআই-সমর্থিত ক্যামেরা ফিচার কাজে লাগিয়ে ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন অনবদ্য ফটোগ্রাফি অভিজ্ঞতা। অত্যাধুনিক এআই প্রযুক্তি সম্বলিত এআইজিসি পোর্ট্রেটের সাহায্যে স্মার্টফোনপ্রেমীরা ক্যামন ৩০ ফোনে এইআই জেনারেটেড পোর্ট্রেট ফটোগ্রাফির স্বাদ পাবেন।
বাজারে ক্যামন ৩০ তিনটি রঙে এসেছে আইসল্যান্ড বেসাল্টিক ডার্ক, ইউনি সল্ট হোয়াইট ও সাহারা স্যান্ড ব্রাউন। সঙ্গে থাকছে দুটি আলাদা ভ্যারিয়েন্ট। ২৫৬জিবি রম ও ১৬জিবি র্যাম (৮জিবি র্যাম + ৮জিবি এক্সটেন্ডেড) ভ্যারিয়েন্টের মূল্য মাত্র ২৪ হাজাজর ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) এবং ২৫৬জিবি রম ও ২৪জিবি র্যাম (১২জিবি র্যাম + ১২ জিবি এক্সটেন্ডেড) ভ্যারিয়েন্টের দাম ২৯ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।