১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

প্রায় এক মিলিয়ন কেজি চা রপ্তানি হয়েছে ১৪ দেশে

ইউএনএ প্রতিবেদক
  • আপডেট: ০৬:৩০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • / 32

বাণিজ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। – ইউএনএ 

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, দেশ থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ১৪ দেশে প্রায় এক মিলিয়ন কেজি চা রপ্তানি হয়েছে ।

সোমবার (৩ জুন) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান
তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সকাল ১০টায় প্রধানমন্ত্রীর আগমনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর তথ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা শেষে দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮টি ক্যাটাগরিতে বিভিন্ন চা কোম্পানি/ব্যক্তিকে ‘জাতীয় চা পুরস্কার ২০২৪’ দেওয়া হবে। প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কারের ট্রফি ও সনদ তুলে দেবেন। চা দিবসের শুভ উদ্বোধন এবং জাতীয় চা পুরস্কার দেওয়ার পর প্রধানমন্ত্রী দিবসটি  উপলক্ষ্যে আয়োজিত চা মেলা পরিদর্শন করবেন। চা মেলায় দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর চা প্রদর্শন করা হবে। দর্শনার্থীদের জন্য দিনব্যাপী চা মেলা উন্মুক্ত থাকবে। এছাড়াও চা শিল্পে জাতির পিতার অবদান ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বঙ্গবন্ধু কর্নার এবং শ্রীমঙ্গলে টি মিউজিয়ামে রক্ষিত চা শিল্পের দুর্লভ জিনিসপত্র প্রদর্শনের ব্যবস্থা থাকবে।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ১৬৮ বৃহৎ চা বাগান ও প্রায় আট হাজার ক্ষুদ্রায়তন চা বাগান রয়েছে। বঙ্গবন্ধুর যুগান্তকারী সব উদ্যোগের ধারাবাহিকতা ও বর্তমান সরকারের নানা পরিকল্পনা বাস্তবায়নের ফলে দেশের চা শিল্প টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। চা শিল্পের ইতিহাসে উৎপাদনের অতীতের সব রেকর্ড অতিক্রম করে ২০২৩ সালে দেশের চা বাগানগুলোয় ১০২ দশমিক ৯২ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে।

আহসানুল ইসলাম টিটু বলেন, ২০২৩ সালে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের ১৩ দেশে প্রায় এক দশমিক ৪ মিলিয়ন কেজি চা রপ্তানি করা হয়েছে যা পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় ৩৩ শতাংশ বেশি। চা রপ্তানি উৎসাহিতকরণে তিন শতাংশ রপ্তানি প্রণোদনা প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে চা রপ্তানিও বৃদ্ধি পাচ্ছে। ২০২৪ সালের মে মাস পর্যন্ত ১৪ দেশে প্রায় এক মিলিয়ন কেজি চা রপ্তানি হয়েছে।

চা রপ্তানি বৃদ্ধিতে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ, বিদেশে দেশি চায়ের প্রচারণা বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী চা তৈরিতে চা শিল্প সংশ্লিষ্ট সকলকে নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ চা বোর্ড কাজ করছে।

সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মোহা. সেলিম উদ্দিন, চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রায় এক মিলিয়ন কেজি চা রপ্তানি হয়েছে ১৪ দেশে

আপডেট: ০৬:৩০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪

বাণিজ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। – ইউএনএ 

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, দেশ থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ১৪ দেশে প্রায় এক মিলিয়ন কেজি চা রপ্তানি হয়েছে ।

সোমবার (৩ জুন) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান
তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সকাল ১০টায় প্রধানমন্ত্রীর আগমনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর তথ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা শেষে দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮টি ক্যাটাগরিতে বিভিন্ন চা কোম্পানি/ব্যক্তিকে ‘জাতীয় চা পুরস্কার ২০২৪’ দেওয়া হবে। প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কারের ট্রফি ও সনদ তুলে দেবেন। চা দিবসের শুভ উদ্বোধন এবং জাতীয় চা পুরস্কার দেওয়ার পর প্রধানমন্ত্রী দিবসটি  উপলক্ষ্যে আয়োজিত চা মেলা পরিদর্শন করবেন। চা মেলায় দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর চা প্রদর্শন করা হবে। দর্শনার্থীদের জন্য দিনব্যাপী চা মেলা উন্মুক্ত থাকবে। এছাড়াও চা শিল্পে জাতির পিতার অবদান ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বঙ্গবন্ধু কর্নার এবং শ্রীমঙ্গলে টি মিউজিয়ামে রক্ষিত চা শিল্পের দুর্লভ জিনিসপত্র প্রদর্শনের ব্যবস্থা থাকবে।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ১৬৮ বৃহৎ চা বাগান ও প্রায় আট হাজার ক্ষুদ্রায়তন চা বাগান রয়েছে। বঙ্গবন্ধুর যুগান্তকারী সব উদ্যোগের ধারাবাহিকতা ও বর্তমান সরকারের নানা পরিকল্পনা বাস্তবায়নের ফলে দেশের চা শিল্প টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। চা শিল্পের ইতিহাসে উৎপাদনের অতীতের সব রেকর্ড অতিক্রম করে ২০২৩ সালে দেশের চা বাগানগুলোয় ১০২ দশমিক ৯২ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে।

আহসানুল ইসলাম টিটু বলেন, ২০২৩ সালে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের ১৩ দেশে প্রায় এক দশমিক ৪ মিলিয়ন কেজি চা রপ্তানি করা হয়েছে যা পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় ৩৩ শতাংশ বেশি। চা রপ্তানি উৎসাহিতকরণে তিন শতাংশ রপ্তানি প্রণোদনা প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে চা রপ্তানিও বৃদ্ধি পাচ্ছে। ২০২৪ সালের মে মাস পর্যন্ত ১৪ দেশে প্রায় এক মিলিয়ন কেজি চা রপ্তানি হয়েছে।

চা রপ্তানি বৃদ্ধিতে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ, বিদেশে দেশি চায়ের প্রচারণা বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী চা তৈরিতে চা শিল্প সংশ্লিষ্ট সকলকে নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ চা বোর্ড কাজ করছে।

সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মোহা. সেলিম উদ্দিন, চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন