ইল্যান্ডের পয়েন্ট ভাগাভাগির ম্যাচের দিনে নেদারল্যান্ডসের সহজ জয়

- আপডেট: ১০:৩৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
- / 17
নেদারল্যান্ডস জয়ের মুখ দেখলেও বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া ম্যাচে ইংল্যান্ডকে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়।ছবি:সংগৃহীত
ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড: (সংক্ষিপ্ত স্কোর)
স্কটল্যান্ড: মুনশি ৪১,জোন্স ৪৫.
ইংল্যান্ড: বৃষ্টির কারনে ব্যাটিংয়ে নামা হয়নি।
ফলাফল: পরিত্যক্ত(দু’দল ১ পয়েন্ট করে পাবে)
নেপাল বনাম নেদারল্যান্ডস:(সংক্ষিপ্ত স্কোর)
নেপাল: রোহিত পাউডেল ৩৫,করন ১৭,গুলশানঝা ১৪;প্রিঙ্গেল ৩/২০, ভ্যন ভিক ৩/১৮.
নেদারল্যান্ডস: ও’ডউড ৫৪, বিক্রমজিৎ ২২;সম্পাল ১/১৮, দিপেন্দ্রর ১/৬.
ম্যাচ সেরা: টিম প্রিঙ্গল
ফলাফল: নেদারল্যান্ডস ৬ উইকেটে জয়ী।
ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড:
টি-২০ বিশ্বকাপের এবারের আসরে প্রথম কোনো ম্যাচ বৃষ্টিতে পরিত্যাক্ত হলো।যে কারনে স্কটল্যান্ডের সাথে ১ পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হলো ইংল্যান্ডকে।কাগজে কলামে ইংল্যান্ড স্কটিশদের চেয়ে যোজন যোজন এগিয়ে থাকলেও টি-২০ বিশ্বকাপের পরিসংখ্যান বলে অন্য কিছু। টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ড কোনবারে ইউরোপের কোন দলকে হারাতে পারেনি। ইউরোপের জুজুই যেন এই ম্যাচে ভর করলো ইংল্যান্ডের উপর।
ম্যাচটি বৃষ্টিবিঘ্নিত হলেও শুরুতে টসে জিতে ব্যাট করতে নামা স্কটল্যান্ড ম্যাচে ভালভাবে আধিপত্য দেখিয়েছে। ম্যাচের শুরু থেকে বারবার বৃষ্টি হানা দেয়ায় ওভার কর্তন করে ১০ ওভারে আনা হয়।স্কটিশরা দুর্দান্ত ব্যাটিং করে ১০ ওভারে বিনা উইকেটে ৯০ রান করে। স্কটিশদের হয়ে জর্জ মুনশি ৩১ বলে ৪১ ও মাইকেল জোন্স ৩০ বলে ৪৫ রান করেন। ইংল্যান্ডের হয়ে মার্ক ওড ও জোফরা আর্চার ৬ এর নিচে ইকোনমি দিলেও বাকি বলাররা ভালোই রান দিয়েছে। পরে ডিএলএস মেথডে ইংল্যান্ডের টার্গেট দাঁড়ায় ১০ ওভারে ১০৯।কিন্তু এরপর অবিরাম বৃষ্টি ম্যাচ আর মাঠে গড়াতে দেয়নি।শেষমেশ ম্যাচ অফিশিয়াল ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করলে দু’দল ১ পয়েন্ট ভাগাভাগি করে নেয়।
ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর অধিনায়ক জস বাটলার বলেন, আমরা আশা করছিলাম হয়তো ম্যাচটি শেষ করে আসবো,স্পষ্টতই একটি কঠিন চ্যালেঞ্জ হতো আমাদের জন্য। কিন্তু আবহাওয়া আমাদর অনুকূলে ছিল না কিন্তু আমরা আত্মবিশ্বাসী ছিলাম।
এর ফলে আবারো ইউরোপ ধাঁধায় পরতে হলো ইংল্যান্ডকে। এর আগে টি-২০ বিশ্বকাপে নেদারল্যান্ডসের সাথে ২০০৯ ও ২০১৪ তে এবং আয়ারল্যান্ডের সাথে ২০১০ ও ২০২২ তে হারে ইংল্যান্ড। বি-গ্রুপের ইংল্যান্ড ও স্কটল্যান্ডের পরবর্তী প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নামিবিয়া ও ওমান।
নেপাল বনাম নেদারল্যান্ডস:
টি-২০ বিশ্বকাপের নবম আসরের দু’দলের জন্য বিশ্বকাপ শুরুর ম্যাচ ছিল। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম গ্যালারিতে লাল-নীল জার্সির সমারোহ দেখে মনে হচ্ছে নেপালের দর্শকরা কতটা উজ্জীবিত। গ্যালারিতে থাকা নেপালি দর্শকরা মন জয় করলেও খেলোয়াড়েরা মাঠে তেমন সুবিধা করতে পারেনি।
টস জয়ী নেদারল্যান্ডসের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে মাত্র ১০৬ রানে অলআউট হয় নেপাল। জবাব দিতে নেমে নেদারল্যান্ডস ৬ উইকেটের জয় দিয়ে শুরু করলো ওয়ার্ল্ড টি-টোয়েন্টি প্রথম ম্যাচ।
বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে ত্রিশ মিনিট পর টস অনুষ্ঠিত হয়। তবে খেলা শুরু হয় যথাসময়েই। আগে ব্যাটিংয়ের সুযোগ পাওয়া নেপাল ২২ গজে ভালো কিছুই করতে পারেননি।৫৩ রান যোগ করতেই তাদের অর্ধেক ব্যাটসম্যান ড্রেসিংরুমে। শুরুর চার ব্যাটসম্যানের মধ্যে কেবল অনিল শাহ দুই অঙ্কে যেতে পারেন। বাকিরা সিঙ্গেল ডিজেটেই আউট। পাঁচে নামা অধিনায়ক রোহিত পাউডেল ৩৭ বলে ৩৫ রান করে হন দলের টপ স্কোরার। ৫ বাউন্ডারিতে সাজান তার ইনিংস।
শুরুর পর মিডল অর্ডার ব্যাটসম্যানরাও উইকেটে এসেছেন আর বিদায় নিয়েছেন। নেপাল ব্যাটিংয়ে যা লড়াই করে শেষ দিকে।গুলশান ঝার ১৪ ও কারানের ১৭ রানে তাদের স্কোর শতরান পেরিয়ে যায়। বল হাতে নেদারল্যান্ডসের সেরা টিম প্রিঙ্গেল ও লোভান ফন বিক। দুজন ৩টি করে উইকেট নেন। ২টি করে উইকেট পেয়েছেন ম্যাকেরেন ও বাস ডি লিড।
জবাবে ১০৭ রানের টার্গেটে খেলতে নেমে দায়িত্বশীল ৫৪ রানের ইনিংস খেলেন নেদারল্যান্ডসের উদ্বোধনী ব্যাটসম্যান ম্যাক্স ও’ডউড। ৪৮ বলে ৪ চার ও ১ ছক্কায় সাজান তার ইনিংস। সঙ্গে যোগ হয় বিক্রমজিত সিংহের ২২ ও সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখটের ১৪ রানের অবদান। নেপাল ব্যাটিংয়ে তেমন কিছু করতে না পারলেও বোলিংয়ে ৪ উইকেট নিয়ে কিছুটা মান রেখেছে। সোপাল কামি, দীপন্দ্রা ও অবিনাশ ১টি করে উইকেট পেয়েছেন।
নেদারল্যান্ডসের হয়ে ২০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছে টিম প্রিঙ্গেল।