০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ইউএনএ ডেস্ক
  • আপডেট: ০৩:২৭:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
  • / 12

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ জয়লাভ করায় জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৮ জুন) সকালে এক বার্তায় এ অভিনন্দন জানান তিনি।

বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময় শনিবার সকালে আমেরিকার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আগে ব্যাট করা শ্রীলঙ্কাকে দারুণ আক্রমণের মুখে ফেলেন মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশকে ১২৪ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। জবাবে ১৯ ওভারে ৮ উইকেটে বাংলাদেশের ইনিংস দাঁড়ায় ১২৫ রানে। আর তাতেই এলো রক্ত হিম করে দেওয়া লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের প্রথম জয়।

এবারের বিশ্বকাপে বাংলাদেশ ডি গ্রুপে খেলছে। অন্য দলগুলো হলো দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস।

 

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আপডেট: ০৩:২৭:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ জয়লাভ করায় জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৮ জুন) সকালে এক বার্তায় এ অভিনন্দন জানান তিনি।

বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময় শনিবার সকালে আমেরিকার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আগে ব্যাট করা শ্রীলঙ্কাকে দারুণ আক্রমণের মুখে ফেলেন মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশকে ১২৪ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। জবাবে ১৯ ওভারে ৮ উইকেটে বাংলাদেশের ইনিংস দাঁড়ায় ১২৫ রানে। আর তাতেই এলো রক্ত হিম করে দেওয়া লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের প্রথম জয়।

এবারের বিশ্বকাপে বাংলাদেশ ডি গ্রুপে খেলছে। অন্য দলগুলো হলো দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস।

 

শেয়ার করুন