ব্যানবেইসে অংশীজনদের অংশগ্রহণে কর্মাশালা অনুষ্ঠিত

- আপডেট: ০৭:০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
- / 23
প্রতীকি ছবি
গতকাল ১২ জুন, বুধবার ব্যানবেইস এর অডিটোরিয়ামে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর উদ্দোগে ২০২৩-২০২৪ অর্থবছরে জাতীয় শুদ্ধাচার কৌশল পরিকল্পনার অংশ হিসেবে “সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের Stakeholders অংশগ্রহণে” “কর্মাশালা” অনুষিষ্ঠত হয়।
এদেশের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করে যাওয়া বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. কায়ছার রহমান মনে করেন কারিগরি / কর্মমুখি শিক্ষাকে এগিয়ে নিতে পারলে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব।
তিনি বলেন প্রধান মন্ত্রীর বর্তমান কারিকুলাম তারই অংশ। এসডিজি বাস্তবায়নের মাধ্যমে এদেশের জনগনকে মানব সম্পদ হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি আরো বলেন ২০৪১ সালে এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে কর্মমূখি শিক্ষা হবে ৪১%। ২০৩০ যার লক্ষমাত্রা ধরা হয়েছে ৩০% । বর্তমানে আমাদের দেশে কর্মমুখি শিক্ষা/ কারিগরি শিক্ষা ১৮% প্রায়। কর্মমুখি শিক্ষা/ কারিগরি শিক্ষা বাস্তবায়নের প্রযোজনীয়তা অনুভব করে বলেন আমাদের দেশে অনেক মানুষ আছে যাদের কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকা সত্তেও তারা অনেক কিছু বানিয়ে ফেলছে বা এমন কিছু তৈরী করছে যা আমাদের অনেক উপকারে আসে।
মো. ইব্রাহীম খলীল তার প্রেজেনটেশন উপস্থাপনের প্রথমেই বঙ্গবন্ধুর নির্দেশে কুদরত ই খুদা শিক্ষা কমশিন গঠন ও ১৯৭৭ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) প্রতিষ্ঠার পর তদের সেবার পরিধি তুলেধরেন।
এরপর উন্মুক্ত আলোচনায় বিভিন্ন প্রশ্ন উত্তরে তিনি বলেন শিক্ষার্থীদের ৬ষ্ঠ শ্রেণি থেকেই রেজিট্রেশন হবে। এবং শিক্ষার্থীদের ইউনিক আইডির মাধ্যমে সরকারে অনেক অর্থ সাশ্রয় হবে আর এই ইউনিক আইডি শিক্ষার্থীর ১৮ বছর বয়স পুর্ন হলে অটোমেটিক্যালি এনআইডি তৈরী হবে যেটা একটা যোগান্তকারি পরিকল্পনা। কারন আগে একজন শিক্ষার্থী স্কুল পরিবর্তনের সঠিক তথ্য না থাকার কারনে বেশি বই ফাপানো লাগতো। ইউনিক আইডির ফলে সেটা আর প্রয়োজন হবে না। শিক্ষার্থীর স্কুল পরিবর্তনের বিষয়টি কিভাবে সম্পন্ন হবে সেটা নিয়েও আলোচনা হয়। তারা আরো জানান আগামী দুই-এক মাসের মধ্যেই ইউনিক আইডি শিক্ষার্থীদের হাতে পৌওয়ার জন্য কাজ করে যাচ্ছে।
সেলিমুজ্জামান
সহকারি শিক্ষক (ইংরেজি)
জামিলা খাতুন লালবাগ উচ্চ বালিকা বিদ্যালয়
লালবাগ, ঢাকা।