টাঙ্গাইলে সেতু’র শিক্ষা বৃত্তি পেলো মেধাবী শিক্ষার্থীরা

- আপডেট: ০৭:০০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
- / 39
টাঙ্গাইলে সেতু’র বুনিয়াদ কার্যক্রমের আওতায় মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান। ছবি:ইউএনএ
টাঙ্গাইলে সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি সেতু’র শিক্ষবৃত্তি পেলো ১৮ জন অতি দরিদ্র শিক্ষার্থী। সেতু সংস্থার উদ্দ্যেগে গতকাল মঙ্গলবার সেতু’র প্রধান কার্যালয় সেতুটাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে বুনিয়াদ কার্যক্রমের আওতায় সংগঠিত অতিদরিদ্র পরিবারের মেধাবীসন্তানদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান। সেতু’র কার্যকরী পরিষদ ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন।
১৮ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১২ হাজার টাকা সমমূল্যের চেক প্রদান করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বেলা’র আঞ্চলিক সমন্বয়কারী মীর জালাল আহমেদ উজ্জল, ব্লাস্ট টাঙ্গাইল এর সমন্বয়কারী খন্দকার আমিনা রহমান, সেতু’র উপপরিচালক (প্রশাসন) বিমলচক্রবর্তী, উপ পরিচালক (কার্যক্রম) মো. রফিকুল ইসলাম, উপপরিচালক (মানবসম্পদ) মির্জা সাকিফ হোসেনসহ সংস্থার সহকারী পরিচালক ও অন্যান্য কর্মকর্তা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংস্থার কর্মকর্তা পঙ্কজ সরকার পিনু।