০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

মাভাবিপ্রবির ভাইস চ্যান্সেলরের পদত্যাগ

ইসরাত জাহান, মাভাবিপ্রবি প্রতিনিধি( টাঙ্গাইল )
  • আপডেট: ০১:২৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪
  • / 26

মাভাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: ফরহাদ হোসেন। ছবি : সংগৃহীত

চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে নিজস্ব অবস্থানকে শক্ত করে তুলে না ধরার কারণে নানা প্রশ্ন ও তীব্র সমালোনার শিকার হন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: ফরহাদ হোসেন।

৫ ই আগষ্ট, সোমবার, রাত সাড়ে আট টায় বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত বৈষম্য বিরোধী ছাত্ররা একত্রিত হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের সোচ্চার অবস্থান নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসির সাথে তার বাস ভবনে আলোচনায় বসেন। এসময়ে তারা আন্দোলনকে ঘিরে তাঁর রহস্যজনক অবস্থানের কারণে পদত্যাগের দাবী তুলে ধরেন। আলোচনার সময় শিক্ষার্থীরা তাঁকে অবিলম্বে রাত দশটার মধ্যে পদত্যাগ করার আলটিমেটাম দেন।

এরপর নানা আলোচনা, পর্যালোচনা শেষে উক্ত সময়ের মধ্যে ভিসি তাঁর পদত্যাগ নিশ্চিত করে ক্যাম্পাস ত্যাগ করেন।

পাশাপাশি পদত্যাগ করেছেন প্রক্টর অধ্যাপক ড. মো. মুছা মিয়া, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, জাহানারা ইমাম হলের প্রভোস্ট ড. মোসা. নার্গিস আক্তার , শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী ও শিক্ষার্থী কল্যাণ পরামর্শ কেন্দ্রের উপ-পরিচালক ড. ফয়জুন নাহার মিম।

উল্লেখ্য, প্রফেসর ড. মো: ফরহাদ হোসেন উক্ত বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিসটিক্স ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন।

এর আগে, ২০২২ সালে তিনি উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হন।

 

 

 

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

মাভাবিপ্রবির ভাইস চ্যান্সেলরের পদত্যাগ

আপডেট: ০১:২৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪

মাভাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: ফরহাদ হোসেন। ছবি : সংগৃহীত

চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে নিজস্ব অবস্থানকে শক্ত করে তুলে না ধরার কারণে নানা প্রশ্ন ও তীব্র সমালোনার শিকার হন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: ফরহাদ হোসেন।

৫ ই আগষ্ট, সোমবার, রাত সাড়ে আট টায় বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত বৈষম্য বিরোধী ছাত্ররা একত্রিত হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের সোচ্চার অবস্থান নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসির সাথে তার বাস ভবনে আলোচনায় বসেন। এসময়ে তারা আন্দোলনকে ঘিরে তাঁর রহস্যজনক অবস্থানের কারণে পদত্যাগের দাবী তুলে ধরেন। আলোচনার সময় শিক্ষার্থীরা তাঁকে অবিলম্বে রাত দশটার মধ্যে পদত্যাগ করার আলটিমেটাম দেন।

এরপর নানা আলোচনা, পর্যালোচনা শেষে উক্ত সময়ের মধ্যে ভিসি তাঁর পদত্যাগ নিশ্চিত করে ক্যাম্পাস ত্যাগ করেন।

পাশাপাশি পদত্যাগ করেছেন প্রক্টর অধ্যাপক ড. মো. মুছা মিয়া, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, জাহানারা ইমাম হলের প্রভোস্ট ড. মোসা. নার্গিস আক্তার , শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী ও শিক্ষার্থী কল্যাণ পরামর্শ কেন্দ্রের উপ-পরিচালক ড. ফয়জুন নাহার মিম।

উল্লেখ্য, প্রফেসর ড. মো: ফরহাদ হোসেন উক্ত বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিসটিক্স ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন।

এর আগে, ২০২২ সালে তিনি উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হন।

 

 

 

শেয়ার করুন