০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য

ইউএনএ প্রতিবেদক
  • আপডেট: ০৫:৪৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
  • / 20

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। ছবি : সংগৃহীত 

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতা শেখ হাসিনা সরকার কে পতনের মাধ্যমে দেশে অন্তরবর্তীকালীন সরকারের আগমন ঘটালো।এরইমধ্যে প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জন উপদেষ্টামন্ডলীর নাম ও দফতর বন্টন শেষ হয়েছে।

বিভিন্ন দেশ এরইমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে। এরই ধারাবাহিকতায় যোগ হলো যুক্তরাজ্য। শুক্রবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এক বিবৃতিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানান। বিবৃতিটি যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তরাজ্য স্বাগত জানায়। বাংলাদেশের জনগণের স্বার্থে দেশটিতে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনার কাজে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে।’

ডেভিড ল্যামি বলেন, ‘আমরা নতুন করে যে কোনো ধরনের সহিংসতা ও প্রাণহানি রোধ করতে সবার প্রতি আহ্বান জানাই। জবাবদিহি ও একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে শান্তিপূর্ণ যাত্রা বাংলাদেশের জনগণের প্রাপ্য।’

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য

আপডেট: ০৫:৪৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। ছবি : সংগৃহীত 

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতা শেখ হাসিনা সরকার কে পতনের মাধ্যমে দেশে অন্তরবর্তীকালীন সরকারের আগমন ঘটালো।এরইমধ্যে প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জন উপদেষ্টামন্ডলীর নাম ও দফতর বন্টন শেষ হয়েছে।

বিভিন্ন দেশ এরইমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে। এরই ধারাবাহিকতায় যোগ হলো যুক্তরাজ্য। শুক্রবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এক বিবৃতিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানান। বিবৃতিটি যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তরাজ্য স্বাগত জানায়। বাংলাদেশের জনগণের স্বার্থে দেশটিতে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনার কাজে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে।’

ডেভিড ল্যামি বলেন, ‘আমরা নতুন করে যে কোনো ধরনের সহিংসতা ও প্রাণহানি রোধ করতে সবার প্রতি আহ্বান জানাই। জবাবদিহি ও একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে শান্তিপূর্ণ যাত্রা বাংলাদেশের জনগণের প্রাপ্য।’

শেয়ার করুন