শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভারপ্রাপ্ত অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও একাডেমীক কো-অরডিনেটরের পদত্যাগ

- আপডেট: ১২:৩৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
- / 48
হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ। ছবি : ইউএনএ
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন রাজধানীর হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়াসিউল মাসুম, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ মুক্তাদির ও একাডেমিক কো – অর্ডিনেটর নাজিম উদ্দীন তালুকদার। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে তারা পদত্যাগে করেন।
জানা গেছে, সকাল থেকে তাদের পদত্যাগসহ বেশ কয়েক দফা দাবিতে কলেজের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা তাদের পদত্যাগের দাবিতে অবস্থান, বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। পাশাপাশি কলেজ যেনো রাজনীতি মুক্ত থাকে সেই দাবি জানান তারা। বিক্ষোভ কর্মসূচিতে কাজ না হওয়ায় শিক্ষার্থীরা কলেজের সামনে সড়ক অবরোধ করে। এ সময় একপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে পদত্যাগ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়াসিউল মাসুম , ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ মুক্তাদির ও একাডেমিক কো-অর্ডিনেটর নাজিম উদ্দিন তালুকদার।