০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

সালমান এফ রহমান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত

ইউএনএ ডেস্ক
  • আপডেট: ০৮:০২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
  • / 15

সালমান এফ রহমান। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত (জব্দ) করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনার একটি চিঠিও বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (২৮ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এই চিঠি পাঠায়।

চিঠিতে বলা হয়েছে, হিসাব জব্দ করাদের ব্যক্তিগত অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এই সময় বাড়ানো হবে বলেও নির্দেশনায় উল্লেখ রয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, চিঠি দেয়ার তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে এসব হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন- হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি বিএফআইইউ এর কাছে পাঠাতে হবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে।

বিএফআইইউর চিঠিতে আরও বলা হয়েছে, লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে। সেই সঙ্গে চিঠিতে সালমান ফজলুর রহমান এবং তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্যও দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট সালমান এফ রহমানকে গ্রেপ্তারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে ছাড়াও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। পরে নিউমার্কেট থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

 

 

 

 

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সালমান এফ রহমান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত

আপডেট: ০৮:০২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪

সালমান এফ রহমান। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত (জব্দ) করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনার একটি চিঠিও বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (২৮ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এই চিঠি পাঠায়।

চিঠিতে বলা হয়েছে, হিসাব জব্দ করাদের ব্যক্তিগত অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এই সময় বাড়ানো হবে বলেও নির্দেশনায় উল্লেখ রয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, চিঠি দেয়ার তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে এসব হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন- হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি বিএফআইইউ এর কাছে পাঠাতে হবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে।

বিএফআইইউর চিঠিতে আরও বলা হয়েছে, লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে। সেই সঙ্গে চিঠিতে সালমান ফজলুর রহমান এবং তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্যও দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট সালমান এফ রহমানকে গ্রেপ্তারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে ছাড়াও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। পরে নিউমার্কেট থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

 

 

 

 

শেয়ার করুন