০৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

আগামীর ভবিষ্যতকে ধ্বংস করে পালিয়েছে শেখ হাসিনা : রিজভী

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৪৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • / 18

–  রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ শিক্ষার্থী গোলাম নাফিজের পরিবারকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। শনিবার দুপুরে মহাখালী ওয়্যারলেস গেটে শহিদ নাফিজের বাসায় এই অনুদান প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী।

এসময় তিনি বলেন, শিশু কিশোর তরুণ কাউকে রেহাই দেয়নি ফ্যসিস্ট শেখ হাসিনার সরকার।

নাফিজরা বাংলাদেশকে মুক্ত বাতাস উপহার দিয়ে গেছেন। এক ব্যক্তি জোর করে ক্ষমতায় টিকে থাকতে নিরপরাধ কাউকে ছাড় দেয়নি। আগামী দিনের ভবিষ্যতকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছেন। আওয়ামী লীগ বরাবর মানুষের গলা টিপে ধরে এক পরিবারের রাজত্ব কায়েম করেছিল।

রিজভী বলেন, নাফিজদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না, মানুষের নায্য অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। নাফিজ, মুগ্ধ ও আবু সাইদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হবে। তারেক রহমান সবার পাশে আছেন এবং থাকবেন। এসময় নাফিজের মা, হত্যাকারীদের বিচার এবং নাফিজ যেখানে শহিদ হন সেখানে নাফিজ চত্ত্বর ঘোষণার দাবি জানান।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আগামীর ভবিষ্যতকে ধ্বংস করে পালিয়েছে শেখ হাসিনা : রিজভী

আপডেট: ০৪:৪৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

–  রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ শিক্ষার্থী গোলাম নাফিজের পরিবারকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। শনিবার দুপুরে মহাখালী ওয়্যারলেস গেটে শহিদ নাফিজের বাসায় এই অনুদান প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী।

এসময় তিনি বলেন, শিশু কিশোর তরুণ কাউকে রেহাই দেয়নি ফ্যসিস্ট শেখ হাসিনার সরকার।

নাফিজরা বাংলাদেশকে মুক্ত বাতাস উপহার দিয়ে গেছেন। এক ব্যক্তি জোর করে ক্ষমতায় টিকে থাকতে নিরপরাধ কাউকে ছাড় দেয়নি। আগামী দিনের ভবিষ্যতকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছেন। আওয়ামী লীগ বরাবর মানুষের গলা টিপে ধরে এক পরিবারের রাজত্ব কায়েম করেছিল।

রিজভী বলেন, নাফিজদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না, মানুষের নায্য অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। নাফিজ, মুগ্ধ ও আবু সাইদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হবে। তারেক রহমান সবার পাশে আছেন এবং থাকবেন। এসময় নাফিজের মা, হত্যাকারীদের বিচার এবং নাফিজ যেখানে শহিদ হন সেখানে নাফিজ চত্ত্বর ঘোষণার দাবি জানান।

শেয়ার করুন