০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • / 17

ছবি : সংগৃহীত

চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। কোনো পুলিশ সদস্য চাঁদাবাজিতে জড়িত থাকলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

আজ সোমবার ( ২৫ নভেম্বর ) ডিএমপি সদর দপ্তরে ব্যাটারি-চালিত রিকশা ও ইজি বাইকের চালকদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

বৈঠকে চাঁদাবাজির শিকার হলে ব্যাটারি-চালিত রিকশা ও ইজি বাইকের চালকদের আইনের দ্বারস্থ হওয়ার আহ্বান জানান তিনি। চাঁদাবাজি বা অন্য কোনো অভিযোগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা গ্রহণ করতে অস্বীকার করলে তাকে বরখাস্ত করা হবে বলে ঘোষণা দেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘যদি এমন কোনো ঘটনা ঘটে যেখানে মামলা করা প্রয়োজন, কিন্তু ওসি তা গ্রহণ করতে অস্বীকার করছেন, তাহলে আমাকে জানান। আমি তাকে বরখাস্ত করব।’

বৈঠকে অটোচালকরা কামরাঙ্গীরচরে স্থানীয় প্রভাবশালীদের চাঁদাবাজি নিয়ে অভিযোগ জানালে তিনি এ মন্তব্য করেন।

স্থানীয় প্রভাবশালীদের দ্বারা চাঁদাবাজির অভিযোগের বিষয়ে ডিএমপি কমিশনার চালকদের আশ্বস্ত করে বলে বলেন, এ ধরনের চাঁদাবাজি আর সহ্য করা হবে না।

তিনি আরও বলেন, ‘আপনার কষ্টের আয় থেকে কেউ চাঁদাবাজি করতে পারবে না। একজন রাস্তায় কিছু বিক্রি করে ৩০০ টাকা আয় করেন, সেখান থেকে চাঁদাবাজরা এসে ১০০ টাকা নিয়ে যায়। এটা আর চলবে না।’

ডিএমপি কমিশনার রিকশা চালকদের কাছে চাঁদাবাজদের নামও জানতে চান এবং কড়া ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, ‘আপনারা যদি দেখেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তাহলে আমি এই চাকরি ছেড়ে দেব।’

চাঁদাবাজিতে কোনো পুলিশ সদস্যের জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

চাঁদাবাজি প্রতিরোধে পুলিশ ও স্থানীয় ব্যক্তিবর্গ নিয়ে কমিটি গঠনের পরামর্শ দেন ডিএমপি প্রধান।

ব্যাটারি-চালিত রিকশার ওপর নিষেধাজ্ঞা নিয়ে হাইকোর্টের আদেশ সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যেই একটি রিট দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

আপডেট: ০৩:০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

ছবি : সংগৃহীত

চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। কোনো পুলিশ সদস্য চাঁদাবাজিতে জড়িত থাকলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

আজ সোমবার ( ২৫ নভেম্বর ) ডিএমপি সদর দপ্তরে ব্যাটারি-চালিত রিকশা ও ইজি বাইকের চালকদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

বৈঠকে চাঁদাবাজির শিকার হলে ব্যাটারি-চালিত রিকশা ও ইজি বাইকের চালকদের আইনের দ্বারস্থ হওয়ার আহ্বান জানান তিনি। চাঁদাবাজি বা অন্য কোনো অভিযোগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা গ্রহণ করতে অস্বীকার করলে তাকে বরখাস্ত করা হবে বলে ঘোষণা দেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘যদি এমন কোনো ঘটনা ঘটে যেখানে মামলা করা প্রয়োজন, কিন্তু ওসি তা গ্রহণ করতে অস্বীকার করছেন, তাহলে আমাকে জানান। আমি তাকে বরখাস্ত করব।’

বৈঠকে অটোচালকরা কামরাঙ্গীরচরে স্থানীয় প্রভাবশালীদের চাঁদাবাজি নিয়ে অভিযোগ জানালে তিনি এ মন্তব্য করেন।

স্থানীয় প্রভাবশালীদের দ্বারা চাঁদাবাজির অভিযোগের বিষয়ে ডিএমপি কমিশনার চালকদের আশ্বস্ত করে বলে বলেন, এ ধরনের চাঁদাবাজি আর সহ্য করা হবে না।

তিনি আরও বলেন, ‘আপনার কষ্টের আয় থেকে কেউ চাঁদাবাজি করতে পারবে না। একজন রাস্তায় কিছু বিক্রি করে ৩০০ টাকা আয় করেন, সেখান থেকে চাঁদাবাজরা এসে ১০০ টাকা নিয়ে যায়। এটা আর চলবে না।’

ডিএমপি কমিশনার রিকশা চালকদের কাছে চাঁদাবাজদের নামও জানতে চান এবং কড়া ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, ‘আপনারা যদি দেখেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তাহলে আমি এই চাকরি ছেড়ে দেব।’

চাঁদাবাজিতে কোনো পুলিশ সদস্যের জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

চাঁদাবাজি প্রতিরোধে পুলিশ ও স্থানীয় ব্যক্তিবর্গ নিয়ে কমিটি গঠনের পরামর্শ দেন ডিএমপি প্রধান।

ব্যাটারি-চালিত রিকশার ওপর নিষেধাজ্ঞা নিয়ে হাইকোর্টের আদেশ সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যেই একটি রিট দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

শেয়ার করুন