১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

টেকসই উন্নয়নের জন্য পার্বত্য এলাকার সামগ্রিক অংশগ্রহণ জরুরি : প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:২৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • / 17

– প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত 

পার্বত্য অঞ্চলের উন্নয়ন নিয়ে ড. মুহাম্মদ ইউনূস তাঁর মতামত প্রকাশ করেছেন।

আজ বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে এক ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি বলেন, “শিক্ষা, প্রযুক্তি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে হবে। প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে সমৃদ্ধ এই অঞ্চল দেশের উন্নততম অঞ্চল হতে পারত, তবে বর্তমানে এটি বেশ পিছিয়ে রয়েছে।”

তিনি আরও বলেছেন, “পার্বত্য এলাকার ফসল, ফলমূল এবং ঐতিহ্যবাহী পণ্য অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিন্তু দুর্গমতার কারণে এই অঞ্চলের মানুষ পিছিয়ে আছে। প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব হবে।”

নারী ফুটবল টিমের সাফল্যের প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের নারী ফুটবল দল বিশ্বজয় করেছে, যার মধ্যে পার্বত্য অঞ্চলের খেলোয়াড়রাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কঠিন জীবনযাত্রার মধ্যেও তারা যে সাফল্য দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। যারা এমন প্রতিকূলতা পেরিয়ে এসেছে, তারা আমাদের প্রেরণার উৎস।”

ড. ইউনূস পার্বত্য অঞ্চলের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, “আপনাদের কেবল বাংলাদেশের নাগরিক হিসেবে নয়, বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সীমাবদ্ধতাকে অতিক্রম করে সারা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করার মানসিকতা তৈরি করতে হবে।”

জানুয়ারিতে আয়োজিত তারুণ্যের উৎসবে অংশগ্রহণের জন্য তরুণদের উৎসাহিত করে তিনি বলেন, “এটি তরুণদের জন্য একটি বড় মঞ্চ। স্থানীয় প্রতিযোগিতা থেকে শুরু করে সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তারা নিজেদের দক্ষতা প্রদর্শন করতে পারে। এমন উদ্যোগের মাধ্যমে তাদের প্রতিভা বিকশিত হবে।”

ড. ইউনূস পার্বত্য অঞ্চলের শিক্ষাব্যবস্থার উন্নয়নের ওপর জোর দিয়ে তিনি বলেছেন, “সারা দেশের শিক্ষাব্যবস্থা কিছু চ্যালেঞ্জের মুখে রয়েছে, তবে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা আরও বেশি বাধার সম্মুখীন হচ্ছে। এখানকার ছাত্রছাত্রীদের এগিয়ে নিতে হলে শিক্ষকদের এবং শিক্ষাব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। শিক্ষার মাধ্যমে তরুণ প্রজন্মের সম্ভাবনা পূর্ণভাবে কাজে লাগানো সম্ভব।”

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

টেকসই উন্নয়নের জন্য পার্বত্য এলাকার সামগ্রিক অংশগ্রহণ জরুরি : প্রধান উপদেষ্টা

আপডেট: ০৬:২৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

– প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত 

পার্বত্য অঞ্চলের উন্নয়ন নিয়ে ড. মুহাম্মদ ইউনূস তাঁর মতামত প্রকাশ করেছেন।

আজ বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে এক ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি বলেন, “শিক্ষা, প্রযুক্তি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে হবে। প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে সমৃদ্ধ এই অঞ্চল দেশের উন্নততম অঞ্চল হতে পারত, তবে বর্তমানে এটি বেশ পিছিয়ে রয়েছে।”

তিনি আরও বলেছেন, “পার্বত্য এলাকার ফসল, ফলমূল এবং ঐতিহ্যবাহী পণ্য অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিন্তু দুর্গমতার কারণে এই অঞ্চলের মানুষ পিছিয়ে আছে। প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব হবে।”

নারী ফুটবল টিমের সাফল্যের প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের নারী ফুটবল দল বিশ্বজয় করেছে, যার মধ্যে পার্বত্য অঞ্চলের খেলোয়াড়রাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কঠিন জীবনযাত্রার মধ্যেও তারা যে সাফল্য দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। যারা এমন প্রতিকূলতা পেরিয়ে এসেছে, তারা আমাদের প্রেরণার উৎস।”

ড. ইউনূস পার্বত্য অঞ্চলের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, “আপনাদের কেবল বাংলাদেশের নাগরিক হিসেবে নয়, বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সীমাবদ্ধতাকে অতিক্রম করে সারা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করার মানসিকতা তৈরি করতে হবে।”

জানুয়ারিতে আয়োজিত তারুণ্যের উৎসবে অংশগ্রহণের জন্য তরুণদের উৎসাহিত করে তিনি বলেন, “এটি তরুণদের জন্য একটি বড় মঞ্চ। স্থানীয় প্রতিযোগিতা থেকে শুরু করে সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তারা নিজেদের দক্ষতা প্রদর্শন করতে পারে। এমন উদ্যোগের মাধ্যমে তাদের প্রতিভা বিকশিত হবে।”

ড. ইউনূস পার্বত্য অঞ্চলের শিক্ষাব্যবস্থার উন্নয়নের ওপর জোর দিয়ে তিনি বলেছেন, “সারা দেশের শিক্ষাব্যবস্থা কিছু চ্যালেঞ্জের মুখে রয়েছে, তবে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা আরও বেশি বাধার সম্মুখীন হচ্ছে। এখানকার ছাত্রছাত্রীদের এগিয়ে নিতে হলে শিক্ষকদের এবং শিক্ষাব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। শিক্ষার মাধ্যমে তরুণ প্রজন্মের সম্ভাবনা পূর্ণভাবে কাজে লাগানো সম্ভব।”

শেয়ার করুন