গোপালপুরে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও সভা

- আপডেট: ০৬:০৩:১২ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
- / 30
-কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভা
টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় গোপালপুর মেইন রোডে উপজেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. আনসার আলী ও অনুষ্ঠানের সঞ্চালনা করেন পৌর কৃষক দলের সম্পাদক মো. ইকবাল হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সভাপতি অধ্যাপক মো. হাতেম আলী মিয়া, বিএনপির সহ-সভাপতি ও নগদাশিমলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, ধোপাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা, কৃষক দলের সহ-সভাপতি খন্দকার রোকনুজ্জামান রঞ্জু, যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান, পৌর কৃষক দলের সভাপতি মো. আব্দুস সালাম এবং উপজেলা জাসাস সভাপতি শাহানুর আহমেদ সোহাগ।
বক্তারা কৃষকদের সমস্যা ও চাহিদার কথা তুলে ধরেন এবং তারা ন্যায্যমূল্যে সার ও বীজ নিশ্চিত করা এবং কৃষি প্রণোদনার বরাদ্দ প্রকৃত কৃষকদের কাছে পৌঁছানোর দাবি জানান।
আলোচনা শেষে একটি র্যালি বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।