বিসিএস পরীক্ষার বয়সসীমা বাড়িয়ে ৩২ বছর নির্ধারণ

- আপডেট: ১১:০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
- / 30
প্রতিকী ছবি
সরকার নতুন নীতিমালা অনুযায়ী বিসিএস পরীক্ষার বয়সসীমা, মৌখিক পরীক্ষার নম্বর এবং পরীক্ষার ফি সংক্রান্ত পরিবর্তন এনেছে। একইসঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ সম্পর্কিত বিধিতেও সংশোধন করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশোধিত “বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা এবং সরাসরি নিয়োগ পরীক্ষা) বিধিমালা ২০১৪” প্রজ্ঞাপন জারি করা হয়। এটি কার্যকর হবে গত ২৭ নভেম্বর থেকে। প্রজ্ঞাপনে মন্ত্রণালয়ের সচিব ড. মো. মোখলেস উর রহমান সই করেন এবং তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
সংশোধিত নিয়ম অনুযায়ী, বিসিএস পরীক্ষার জন্য আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা করা হয়েছে। অনগ্রসর নাগরিকদের জন্য এই ফি ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১০০ টাকা। মৌখিক পরীক্ষার নম্বরও ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। ফলে মোট নম্বর এখন হবে ১১০০ এর বদলে ১০০০।
প্রজ্ঞাপনে পরীক্ষার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করা হয়েছে। যদিও পরীক্ষায় অংশগ্রহণের সংখ্যা সীমাবদ্ধ করার প্রস্তাব উঠেছিল, তবে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সুপারিশে তা বহাল রাখা হয়েছে। অর্থাৎ, ২১ থেকে ৩২ বছরের মধ্যে একজন প্রার্থী ইচ্ছেমতো বারবার পরীক্ষায় অংশ নিতে পারবেন।
এর আগে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও অনগ্রসর শ্রেণির নাগরিকদের জন্য বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা থাকলেও নতুন বিধিমালায় এই আলাদা ধারা বিলুপ্ত করা হয়েছে। এখন সবার জন্য বয়সসীমা ৩২ বছর নির্ধারিত।
সরকারি চাকরির ক্ষেত্রে বয়স ও পরীক্ষার নীতিমালার এই পরিবর্তন অনেক প্রার্থীর জন্য সুযোগ আরও প্রসারিত করবে বলে আশা করা হচ্ছে।