১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

হালাল পণ্যের বাজার সম্প্রসারণে বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করবে মালয়েশিয়া।

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • / 18

 -প্রতিকি ছবি ।

বাংলাদেশ এবং মালয়েশিয়া হালাল পণ্যের বাজার সম্প্রসারণ ও হালাল ইকোসিস্টেম উন্নয়নে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছে।

আজ (১২ ডিসেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে হালাল সনদ বিভাগের সঙ্গে মালয়েশিয়ার সেরুনাই এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধিদের এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভার উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. সাইফুল ইসলাম।

সভায় দুই দেশের প্রতিনিধিরা ডায়াগনস্টিক মিশন হালাল ইকোসিস্টেম উন্নয়নের জন্য প্রণীত রিভার্স লিংকেজ প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, এই প্রকল্পটি বাংলাদেশের হালাল ইকোসিস্টেমকে শক্তিশালী করার পাশাপাশি প্রযুক্তি, জ্ঞান ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ উন্মোচন করবে।

বক্তারা আরও বলেন, হালাল সনদ প্রদানে ইসলামিক ফাউন্ডেশনের দক্ষতা বৃদ্ধিতে এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আন্তঃদেশীয় সহযোগিতার মাধ্যমে হালাল ইকোসিস্টেম উন্নয়নে গতিশীলতা আনবে।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. আবু ছালেহ পাটোয়ারী, ইসলামিক ফাউন্ডেশনের হালাল সনদ বিভাগের উপ-পরিচালক। এতে উপস্থিত ছিলেন সেরুনাইয়ের প্রতিনিধিরা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তারা। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ধর্ম মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, এবং ইসলামি ব্যাংক বাংলাদেশ উল্লেখযোগ্য।

এই আলোচনা দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

 

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

হালাল পণ্যের বাজার সম্প্রসারণে বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করবে মালয়েশিয়া।

আপডেট: ০৮:২৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

 -প্রতিকি ছবি ।

বাংলাদেশ এবং মালয়েশিয়া হালাল পণ্যের বাজার সম্প্রসারণ ও হালাল ইকোসিস্টেম উন্নয়নে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছে।

আজ (১২ ডিসেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে হালাল সনদ বিভাগের সঙ্গে মালয়েশিয়ার সেরুনাই এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধিদের এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভার উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. সাইফুল ইসলাম।

সভায় দুই দেশের প্রতিনিধিরা ডায়াগনস্টিক মিশন হালাল ইকোসিস্টেম উন্নয়নের জন্য প্রণীত রিভার্স লিংকেজ প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, এই প্রকল্পটি বাংলাদেশের হালাল ইকোসিস্টেমকে শক্তিশালী করার পাশাপাশি প্রযুক্তি, জ্ঞান ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ উন্মোচন করবে।

বক্তারা আরও বলেন, হালাল সনদ প্রদানে ইসলামিক ফাউন্ডেশনের দক্ষতা বৃদ্ধিতে এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আন্তঃদেশীয় সহযোগিতার মাধ্যমে হালাল ইকোসিস্টেম উন্নয়নে গতিশীলতা আনবে।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. আবু ছালেহ পাটোয়ারী, ইসলামিক ফাউন্ডেশনের হালাল সনদ বিভাগের উপ-পরিচালক। এতে উপস্থিত ছিলেন সেরুনাইয়ের প্রতিনিধিরা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তারা। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ধর্ম মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, এবং ইসলামি ব্যাংক বাংলাদেশ উল্লেখযোগ্য।

এই আলোচনা দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

 

শেয়ার করুন