দারুণ জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা

- আপডেট: ১১:৩৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
- / 17
ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে। সেঞ্চুরিয়নে পাকিস্তান প্রথমে ব্যাট করে সাইম আইয়ুবের ৯৮ রানের ঝকঝকে ইনিংসে ভর করে ২০৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করায়। তবে প্রোটিয়ারা ৩ বল বাকি থাকতেই এই বিশাল লক্ষ্য অতিক্রম করে।
জবাবে, ২০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। মাত্র ২৮ রানে তাদের দুই উইকেট হারিয়ে চাপে ফেলে পাকিস্তানি বোলাররা। তবে রিজা হেনড্রিক্স ও রাসি ভান ডার ডুসেন দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জয় এনে দেন। হেনড্রিক্স ৬৩ বলে ১১৭ রান করেন, যেখানে ছিল ৭টি চার ও ১০টি ছক্কা। অপরদিকে, ডার ডুসেন ৩৮ বলে অপরাজিত ৬৬ রান করেন।
পাকিস্তানের হয়ে জাহানদাদ খান দুটি এবং আব্বাস আফ্রিদি একটি উইকেট শিকার করেন।
এর আগে, পাকিস্তানের শুরুটা ছিল ধীরগতির। দলীয় ১৬ রানেই তারা অধিনায়ক রিজওয়ানকে হারায়। এরপর সাইম আইয়ুব ও বাবর আজমের ৮৭ রানের পার্টনারশিপ দলকে শক্ত অবস্থানে নেয়। বাবর ৩১ রানে আউট হলেও সাইম অপরাজিত ৯৮ রান করেন। ইরফান খান ১৬ বলে ৩০ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে দাইয়ান গালিম ও বার্টমান দুটি করে উইকেট নেন।
এই জয়ে দক্ষিণ আফ্রিকা এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জয় নিশ্চিত করল।