বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করছে: মীর হেলাল

- আপডেট: ০৪:৫৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
- / 18
-বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপির এক সাংগঠনিক সভায় দলটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার পর আওয়ামী লীগের শাসনামলে জনগণ দুর্নীতি, লুটপাট ও নির্যাতনের শিকার হয়েছে। সেই ক্রান্তিকালে গণতন্ত্র পুনরুদ্ধারের উদ্দেশ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন।
তিনি বলেন, “দেশের গণতন্ত্র ধ্বংসের প্রচেষ্টা যতবারই হয়েছে, ততবারই বিএনপি তা পুনরুদ্ধারের জন্য কাজ করেছে। বিএনপি ও গণতন্ত্র একে অপরের পরিপূরক। দেশের জনগণই বিএনপির শক্তি, আর জনগণের কল্যাণই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”
শুক্রবার (১৩ ডিসেম্বর) উত্তর মাদার্শার বাড়িঘোনা এলাকায় অনুষ্ঠিত এই সভায় তিনি আরও দাবি করেন যে, আওয়ামী লীগ সরকার দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে ফেলেছে। “তলাবিহীন ঝুড়ি”র উদাহরণ টেনে তিনি বলেন, “দেশের অবকাঠামো উন্নয়নের নামে চলা কর্মকাণ্ডে ধ্বংসাত্মক চিত্র ফুটে উঠেছে।”
মীর হেলাল জানান, বিএনপি ক্ষমতায় এলে আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। তারেক রহমানের জনপ্রিয়তা ঠেকাতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম মফিজ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
আয়োজনে বক্তারা দেশের গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা সবাই মিলে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।