০২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

কুকিং রিয়েলিটি শোয়ের বিচারক হচ্ছেন পূর্ণিমা

ইউএনএ বিনোদন ডেস্ক
  • আপডেট: ০৩:১০:২২ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 24

দিলারা হানিফ পূর্ণিমা – ফাইল ছবি 

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমাকে শিগগিরই দেখা যাবে একটি কুকিং রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে। জানা গেছে, বিচারক হিসেবে তার সঙ্গে আরও থাকবেন নাঈম আশরাফ ও রাহিমা সুলতানা রীতা।

বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশনে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনির অষ্টম সিজন। সারা দেশ থেকে অডিশনের মাধ্যমে বাছাইকৃত সেরা ২০ জন প্রতিযোগীকে নিয়ে চলছে স্টুডিও রাউন্ড।

এই রাউন্ডে প্রতিযোগীদের রান্নার দক্ষতা ছাড়াও মূল্যায়ন করা হচ্ছে পরিবেশনা, উপস্থাপনা, বাচনভঙ্গি, ব্যক্তিত্ব, বিক্রয় কৌশল, নেতৃত্ব, খাবারের ব্যবসা পরিচালনার ক্ষমতা এবং বিভিন্ন পরিস্থিতিতে তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও দক্ষতা প্রয়োগের সক্ষমতা। এসব গুণের ভিত্তিতেই নির্বাচিত হবেন সেরা রাঁধুনির নতুন সিজনের বিজয়ী।

এ প্রতিযোগিতায় বিজয়ী পাবেন ১৫ লাখ টাকা। প্রথম রানারআপের জন্য রয়েছে ১০ লাখ এবং দ্বিতীয় রানারআপ পাবেন ৫ লাখ টাকা। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মৌসুমী মৌ এবং প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

কুকিং রিয়েলিটি শোয়ের বিচারক হচ্ছেন পূর্ণিমা

আপডেট: ০৩:১০:২২ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

দিলারা হানিফ পূর্ণিমা – ফাইল ছবি 

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমাকে শিগগিরই দেখা যাবে একটি কুকিং রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে। জানা গেছে, বিচারক হিসেবে তার সঙ্গে আরও থাকবেন নাঈম আশরাফ ও রাহিমা সুলতানা রীতা।

বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশনে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনির অষ্টম সিজন। সারা দেশ থেকে অডিশনের মাধ্যমে বাছাইকৃত সেরা ২০ জন প্রতিযোগীকে নিয়ে চলছে স্টুডিও রাউন্ড।

এই রাউন্ডে প্রতিযোগীদের রান্নার দক্ষতা ছাড়াও মূল্যায়ন করা হচ্ছে পরিবেশনা, উপস্থাপনা, বাচনভঙ্গি, ব্যক্তিত্ব, বিক্রয় কৌশল, নেতৃত্ব, খাবারের ব্যবসা পরিচালনার ক্ষমতা এবং বিভিন্ন পরিস্থিতিতে তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও দক্ষতা প্রয়োগের সক্ষমতা। এসব গুণের ভিত্তিতেই নির্বাচিত হবেন সেরা রাঁধুনির নতুন সিজনের বিজয়ী।

এ প্রতিযোগিতায় বিজয়ী পাবেন ১৫ লাখ টাকা। প্রথম রানারআপের জন্য রয়েছে ১০ লাখ এবং দ্বিতীয় রানারআপ পাবেন ৫ লাখ টাকা। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মৌসুমী মৌ এবং প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।

শেয়ার করুন