সরস্বতী পূজা আগামীকাল

- আপডেট: ০৯:৩১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
- / 112
সনাতন ধর্মালম্বীদের অন্যতম শ্রীশ্রী সরস্বতী পূজা আগামীকাল বুধবার ।
বাণী র্অচনা ও নানা আয়োজনের বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী শ্রীশ্রী সরস্বতীর চরণে পুস্পার্ঘ্য অর্পন করবেন অগনিত ভক্ত। প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে হয় বাগদেবীর আরাধনা, তবে মাঘ নয় পঞ্জিকা মতে, এবার সরস্বতী পুজো হবে পয়লা ফাল্গুন, বুধবার। এ বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হবে ১৩ তারিখ, দুপুর ২ টা ৪১ মিনিট থেকে, চলবে ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২ টা ১০ মিনিট পর্যন্ত।
তাঁর মতে যেহেতু উদয় তিথি ১৪ ফেব্রুয়ারি, তাই এ বছর বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজা হবে ১৪ তারিখেই।
প্রসঙ্গত, অধিক মাস থাকার জন এ বছর সমস্ত পুজো পিছিয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই পিয়েছে সরস্বতী পুজোও।
সনাতন ধর্মালম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। ধর্মীয় বিধান অনুসারে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন।
সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/ বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহ তুতে’ সনাতন ধর্মাবলম্বীরা এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করবেন।
















