০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫

কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

ইউএনএ প্রতিবেদক
  • আপডেট: ০৮:৫৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 2

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী-ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার মতো ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৫ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ইতালির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। ইতালির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় এরইমধ্যে ৫৪ জনকে আমরা আইনের আওতায় এনেছি। যারা এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন খান মামলার বিষয় নিশ্চিত করে জানান, ১০০ জনের নাম উল্লেখ করে এবং অনেক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলাটি করা হয়েছে। আটক ৫৪ জনের মধ্যে ৪৩ জনকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান বলেন, যে সরকারকে তারা বিদায় করেছেন সেই সরকারের লোকজনই এই হামলার সঙ্গে জড়িত। তারা নানা ইস্যু তৈরি করার জন্য এই হামলা করেছে। তিনি বলেন, ওই ঘটনার পর থেকে পুলিশের একাধিক দল হামলাকারীদের চিহ্নিত করে অভিযান পরিচালনা করছে।

জানা গেছে, হামলার পরপরই মহানগরীর বাসন এলাকা থেকে মহানগরের ১৩ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা নিজাম উদ্দিন ও কাশিমপুর থানা শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ ওরফে দিপুকে আটক করা হয়। পরে রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাকিদের আটক করে পুলিশ। এদের প্রায় সবাই আওয়ামী লীগ ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

গাজীপুর মেট্রো সদর থানার ওসি (তদন্ত) সিদ্দিক হোসেন জানান, হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় সদর থানা পুলিশ তিনজনকে আটক করেছে। এরা হলো-মহানগর যুবলীগ নেতা রিপন, ২৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান, আওয়ামী লীগ স্থানীয় গ্রাম কমিটির নেতা ফাইজ উদ্দিন।

রোববার (৪ মে) সন্ধ্যায় গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা করা হয়। এতে আহত হন হাসনাত আব্দুল্লাহ।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট: ০৮:৫৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী-ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার মতো ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৫ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ইতালির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। ইতালির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় এরইমধ্যে ৫৪ জনকে আমরা আইনের আওতায় এনেছি। যারা এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন খান মামলার বিষয় নিশ্চিত করে জানান, ১০০ জনের নাম উল্লেখ করে এবং অনেক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলাটি করা হয়েছে। আটক ৫৪ জনের মধ্যে ৪৩ জনকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান বলেন, যে সরকারকে তারা বিদায় করেছেন সেই সরকারের লোকজনই এই হামলার সঙ্গে জড়িত। তারা নানা ইস্যু তৈরি করার জন্য এই হামলা করেছে। তিনি বলেন, ওই ঘটনার পর থেকে পুলিশের একাধিক দল হামলাকারীদের চিহ্নিত করে অভিযান পরিচালনা করছে।

জানা গেছে, হামলার পরপরই মহানগরীর বাসন এলাকা থেকে মহানগরের ১৩ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা নিজাম উদ্দিন ও কাশিমপুর থানা শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ ওরফে দিপুকে আটক করা হয়। পরে রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাকিদের আটক করে পুলিশ। এদের প্রায় সবাই আওয়ামী লীগ ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

গাজীপুর মেট্রো সদর থানার ওসি (তদন্ত) সিদ্দিক হোসেন জানান, হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় সদর থানা পুলিশ তিনজনকে আটক করেছে। এরা হলো-মহানগর যুবলীগ নেতা রিপন, ২৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান, আওয়ামী লীগ স্থানীয় গ্রাম কমিটির নেতা ফাইজ উদ্দিন।

রোববার (৪ মে) সন্ধ্যায় গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা করা হয়। এতে আহত হন হাসনাত আব্দুল্লাহ।

শেয়ার করুন