০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬

ভারতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ইউএন এ প্রতিনিধি:
  • আপডেট: ১১:৫৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 64

ভারতে আটক আরও ১৫ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার রাতে সাতক্ষীরার সদর উপজেলার তলুইগাছা সীমান্তে উভয় বাহিনীর এক পতাকা বৈঠক শেষে আটক ব্যক্তিদের বিজিবির কাছে তুলে দেওয়া হয়।

ভারত থেকে ফিরে আসা ব্যক্তিরা হলেন–শ্যামনগর উপজেলার নকীপুর গ্রামের অনিমা মণ্ডল ও তাঁর মেয়ে সুপর্ণা রায়, কয়রা উপজেলার জোড়শিং গ্রামের নূরনবী গাজী, তাঁর স্ত্রী মুর্শিদা খাতুন, তাদের দুই সন্তান আলম গাজী ও হালিমা পারভিন, একই গ্রামের মেহের আলী ঢালী, তাঁর স্ত্রী তহমিনা খাতুন, তাদের মেয়ে রিনা পারভিন, একই উপজেলার পাটাখালী গ্রামের আনিছুর রহমান, তাঁর স্ত্রী মায়মুনা খাতুন, তাদের ছেলে মুস্তাকিম মালী; যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের দীপু মণ্ডল ও শরীয়তপুর সদর উপজেলার আমেনা আক্তার।

পরে আইনগত প্রক্রিয়া শেষে বিএসএফের হস্তান্তরকৃত ১৫ বাংলাদেশিকে সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে সোপর্দ করেন বিজিবি সদস্যরা।
ফিরে আসা নূরনবী গাজী জানান, তিন বছর ধরে ভারতের একটি শহরে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। বর্তমানে ভারত সরকার বাংলাদেশিদের দেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে মাইকিং করায় শনিবার রাতে তিনি সপরিবারে আমুদিয়া বিএসএফ ক্যাম্পে আত্মসমর্পণ করেন।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, ভারত থেকে ফেরত ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ভারতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

আপডেট: ১১:৫৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ভারতে আটক আরও ১৫ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার রাতে সাতক্ষীরার সদর উপজেলার তলুইগাছা সীমান্তে উভয় বাহিনীর এক পতাকা বৈঠক শেষে আটক ব্যক্তিদের বিজিবির কাছে তুলে দেওয়া হয়।

ভারত থেকে ফিরে আসা ব্যক্তিরা হলেন–শ্যামনগর উপজেলার নকীপুর গ্রামের অনিমা মণ্ডল ও তাঁর মেয়ে সুপর্ণা রায়, কয়রা উপজেলার জোড়শিং গ্রামের নূরনবী গাজী, তাঁর স্ত্রী মুর্শিদা খাতুন, তাদের দুই সন্তান আলম গাজী ও হালিমা পারভিন, একই গ্রামের মেহের আলী ঢালী, তাঁর স্ত্রী তহমিনা খাতুন, তাদের মেয়ে রিনা পারভিন, একই উপজেলার পাটাখালী গ্রামের আনিছুর রহমান, তাঁর স্ত্রী মায়মুনা খাতুন, তাদের ছেলে মুস্তাকিম মালী; যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের দীপু মণ্ডল ও শরীয়তপুর সদর উপজেলার আমেনা আক্তার।

পরে আইনগত প্রক্রিয়া শেষে বিএসএফের হস্তান্তরকৃত ১৫ বাংলাদেশিকে সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে সোপর্দ করেন বিজিবি সদস্যরা।
ফিরে আসা নূরনবী গাজী জানান, তিন বছর ধরে ভারতের একটি শহরে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। বর্তমানে ভারত সরকার বাংলাদেশিদের দেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে মাইকিং করায় শনিবার রাতে তিনি সপরিবারে আমুদিয়া বিএসএফ ক্যাম্পে আত্মসমর্পণ করেন।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, ভারত থেকে ফেরত ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন