০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬

জামালপুরে ভারতীয় নাগরিক আটক

ইউএন এ প্রতিনিধি:
  • আপডেট: ০৪:৩০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / 38

জামালপুরের দেওয়ানগঞ্জে সন্দেহভাজন এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাঘারচর গ্রামের স্থানীয়রা কৃষ্ণ রাও নামে ওই ভারতীয় নাগরিককে আটক করে। পরে সন্দেহভাজন ওই ভারতীয়কে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতীয় নাগরিক কৃষ্ণ রাও বাংলাদেশের কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্ত অংশে ঘুরতে ঘুরতে বাংলাদেশে প্রবেশ করেন। তাকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। জিজ্ঞাসাবাদে স্থানীয়দের কাছে নিজেকে কৃষ্ণ রাও, পিতার নাম বিহারী রাও এবং মাতার নাম দেওকালি রাও বলে পরিচয় দিয়েছেন। ভারতের জলপাইগুড়ি জেলার হাসপাতাল রোডের পেছনে পানাবস্তি এলাকায় তার বাড়ি বলে জানান কৃষ্ণ রাও।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হোসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি ফকির-সন্যাসী প্রকৃতির মানুষ। তিনি একেক সময় একেক নাম, ঠিকানা ও পরিচয় দিচ্ছেন। তিনি বাংলা ও হিন্দি ভাষায় কথা বলতে পারেন। ধারণা করা হচ্ছে সে হয়তো একজন মানসিক রোগী। আমরা যাচাই-বাছাই করছি। অনুপ্রবেশ করে থাকলে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জামালপুরে ভারতীয় নাগরিক আটক

আপডেট: ০৪:৩০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

জামালপুরের দেওয়ানগঞ্জে সন্দেহভাজন এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাঘারচর গ্রামের স্থানীয়রা কৃষ্ণ রাও নামে ওই ভারতীয় নাগরিককে আটক করে। পরে সন্দেহভাজন ওই ভারতীয়কে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতীয় নাগরিক কৃষ্ণ রাও বাংলাদেশের কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্ত অংশে ঘুরতে ঘুরতে বাংলাদেশে প্রবেশ করেন। তাকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। জিজ্ঞাসাবাদে স্থানীয়দের কাছে নিজেকে কৃষ্ণ রাও, পিতার নাম বিহারী রাও এবং মাতার নাম দেওকালি রাও বলে পরিচয় দিয়েছেন। ভারতের জলপাইগুড়ি জেলার হাসপাতাল রোডের পেছনে পানাবস্তি এলাকায় তার বাড়ি বলে জানান কৃষ্ণ রাও।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হোসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি ফকির-সন্যাসী প্রকৃতির মানুষ। তিনি একেক সময় একেক নাম, ঠিকানা ও পরিচয় দিচ্ছেন। তিনি বাংলা ও হিন্দি ভাষায় কথা বলতে পারেন। ধারণা করা হচ্ছে সে হয়তো একজন মানসিক রোগী। আমরা যাচাই-বাছাই করছি। অনুপ্রবেশ করে থাকলে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন