০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬

৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল

ইউএনএ নিউজ:
  • আপডেট: ০৫:০০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / 39

ইসরায়েলি সেনাবাহিনী ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে। এরপর ওই মরদেহগুলো শনাক্তকরণের জন্য গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে নিহতদের পরিবারের সদস্যরা ১৫ অক্টোবর তাদের প্রিয়জনদের অবশিষ্টাংশ শনাক্ত করতে জড়ো হন।

বুধবার আইসিআরসি এক বিবৃতিতে জানায়, তারা একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে উভয়পক্ষের অনুরোধ ও সম্মতিতে এই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করেছে।

গাজার স্থানীয় স্বাস্থ্য ও ফরেনসিক কর্তৃপক্ষ এখন মরদেহগুলো শনাক্ত করার দায়িত্বে রয়েছে।

আইসিআরসি জানিয়েছে, প্রয়োজনবোধে তারা প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে।
বিবৃতিতে আরো বলা হয়, গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে আজ প্রাপ্ত মৃতদেহের সংখ্যা ৪৫। তবে নিহতদের পরিচয় সম্পর্কে আইসিআরসি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল

আপডেট: ০৫:০০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

ইসরায়েলি সেনাবাহিনী ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে। এরপর ওই মরদেহগুলো শনাক্তকরণের জন্য গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে নিহতদের পরিবারের সদস্যরা ১৫ অক্টোবর তাদের প্রিয়জনদের অবশিষ্টাংশ শনাক্ত করতে জড়ো হন।

বুধবার আইসিআরসি এক বিবৃতিতে জানায়, তারা একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে উভয়পক্ষের অনুরোধ ও সম্মতিতে এই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করেছে।

গাজার স্থানীয় স্বাস্থ্য ও ফরেনসিক কর্তৃপক্ষ এখন মরদেহগুলো শনাক্ত করার দায়িত্বে রয়েছে।

আইসিআরসি জানিয়েছে, প্রয়োজনবোধে তারা প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে।
বিবৃতিতে আরো বলা হয়, গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে আজ প্রাপ্ত মৃতদেহের সংখ্যা ৪৫। তবে নিহতদের পরিচয় সম্পর্কে আইসিআরসি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর।

শেয়ার করুন