গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

- আপডেট: ০৫:৪৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / 31
টাঙ্গাইলের গোপালপুরে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালি বের করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। ছবি : ইউএনএ
টাঙ্গাইলের গোপালপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে ) সকালে মহান মে দিবস উপলক্ষে, গোপালপুর উপজেলা শ্রমিক ফেডারেশনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি গোপালপুর বাসস্ট্যান্ড হতে কোনাবাড়ী বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে।
এতে নেতৃত্ব দেন উপজেলা শ্রমিক ফেডারেশনের আহবায়ক খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল ও সদস্য সচিব খালিদ হাসান উথানসহ সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও সকাল ৮টায়, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের গোপালপুর উপজেলা শাখার আয়োজনে গোপালপুর দারুল উলুম কামিল মাদরাসা সংলগ্ন থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারী মাওলানা হুমায়ূন কবীর, কর্ম পরিষদ সদস্য অধ্যাপক ড. আতাউর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান তালুকদার, সেক্রেটারী মোঃ ইদ্রিস হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. ওবায়দুল্লাহ, সেক্রেটারী উসমান গনি প্রমুখ।
বক্তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি, তাই তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।