০৫:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
  • আপডেট: ১২:১২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / 23

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় আইন লঙ্ঘন করায় তিনটি ইটভাটার মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেসার্স মাহবুবব চেয়ারম্যান ও মানিক রাজ ব্রিক ফিল্ড নামে দুটি ইটভাটা পানি ছিটিয়ে নিভিয়ে দেওয়া হয়।

সোমবার  দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।

অভিযানে ফরিদগঞ্জ উপজেলার ভঙ্গের গাঁও গ্রামের মেসার্স ভঙ্গের গাঁও ব্রিক ফিল্ডকে এক লাখ টাকা, গাজীপুর এলাকার মেসার্স মাহবুবব চেয়ারম্যান ব্রিক ফিল্ড ও মানিক রাজ এলাকার মেসার্স মানিক রাজ ব্রিক ফিল্ডকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের উপপচিালক মো. মিজানুর রহমান এবং মামলার প্রসিকিউশন দেন সহকারী পরিচালক মো. হান্নান।

জেলা পুলিশ, ফরিদগঞ্জ থানা পুলিশ ও উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা

আপডেট: ১২:১২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় আইন লঙ্ঘন করায় তিনটি ইটভাটার মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেসার্স মাহবুবব চেয়ারম্যান ও মানিক রাজ ব্রিক ফিল্ড নামে দুটি ইটভাটা পানি ছিটিয়ে নিভিয়ে দেওয়া হয়।

সোমবার  দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।

অভিযানে ফরিদগঞ্জ উপজেলার ভঙ্গের গাঁও গ্রামের মেসার্স ভঙ্গের গাঁও ব্রিক ফিল্ডকে এক লাখ টাকা, গাজীপুর এলাকার মেসার্স মাহবুবব চেয়ারম্যান ব্রিক ফিল্ড ও মানিক রাজ এলাকার মেসার্স মানিক রাজ ব্রিক ফিল্ডকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের উপপচিালক মো. মিজানুর রহমান এবং মামলার প্রসিকিউশন দেন সহকারী পরিচালক মো. হান্নান।

জেলা পুলিশ, ফরিদগঞ্জ থানা পুলিশ ও উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

শেয়ার করুন