বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক, ‘পুষ্পা’ অভিনেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

- আপডেট: ০৬:৪৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
- / 27
‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে অভিনয় করেছিলেন অভিনেতা শ্রীতেজ। এবার ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবিতেও আসতে চলেছেন এই দক্ষিণি অভিনেতা। ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে বহুপ্রতীক্ষিত এই প্যান ইন্ডিয়া ছবি। ছবি মুক্তির ঠিক আগে শ্রীতেজের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। শুধু তা–ই নয়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাকি লাখ লাখ টাকা হাতিয়েছেন তিনি।
শ্রীতেজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন এক নারী। তাঁর অভিযোগ, শ্রীতেজ তাঁর সঙ্গে প্রেমের অভিনয় করেছেন। বিয়ের প্রলোভন দেখিয়ে বছরের পর বছর ধরে তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন। এখানেই শেষ নয়।
এসব অভিযোগ নিয়ে শ্রীতেজের বক্তব্য পাওয়া যায়নি। ২০১৯ সালে রাম গোপাল ভার্মার ছবি ‘লক্ষ্মী এনটিআর’-এর মাধ্যমে চর্চায় উঠে এসেছিলেন শ্রীতেজ। এই ছবিতে তিনি অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ুর চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন। শ্রীতেজের ঝুলিতে আরও অনেক হিট ছবি আছে।