পঞ্চগড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

- আপডেট: ০৫:১৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
- / 17
– জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলার শহর শাখার উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি : ইউএনএ
পঞ্চগড় জেলা শহরের লিচুতলা এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শহর শাখার উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য ও পঞ্চগড় শহর আমীর মাওলানা মো. জয়নাল আবেদীন।
আলোচনায় আরও বক্তব্য দেন শহর শাখার সেক্রেটারি মো. নাসির উদ্দিন, শহর অফিস সম্পাদক মো. মঈনুদ্দীন, শহর বায়তুলমাল সম্পাদক মো. গোলাম কিবরিয়া, শহর যুব ও মানবসম্পদ সম্পাদক মো. ইব্রাহিম খলিল এবং শহর শুরা সদস্য মো. হাসিবুল ইসলাম।
মাওলানা জয়নাল আবেদীন তার বক্তব্যে বলেন, “বিজয় দিবসের ঠিক ৪৮ ঘণ্টা আগে দেশের মেধাবী বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। পরবর্তীতে অনেক দেশপ্রেমিক মানুষকেও অন্যায়ভাবে হত্যা করা হয়। শহীদদের স্মরণে আমাদের বৈষম্য বিরোধী চেতনা ধরে রাখতে হবে এবং দেশের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকতে হবে।”
পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।