মধুপুর শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু

- আপডেট: ০২:২৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / 108
টাঙ্গাইলের মধুপুরে টাইফয়েডের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুদের টিকা দেওয়ার মধ্য দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করা হয়।
টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান। এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, মধুপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, আইসিটি কর্মকর্তা আব্রারুল হক শিমুল, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আব্দুল আলীম প্রমুখ।
এ সময় শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট সদস্য ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান জানান, স্কুল, মাদ্রাসা, কিন্ডারগার্টেন, কওমী মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণভাবে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। মধুপুর উপজেলায় ৮১ হাজার ৫ শত ২৯ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে কার্যক্রম চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন বলেন, দেশে প্রতিবছর ৬০ হাজার শিশু টাইফয়েডে আক্রান্ত হয়ে মারা যায়। পরিবারের এই অপুরণীয় ক্ষতির সম্ভাবনা কমিয়ে আনার জন্য সরকার বিনামূল্যে টাইফয়েড প্রতিরোধে বিনামূল্যে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে। সবাই সহযোগিতা করলে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।




















