পঞ্চগড়ে ডেভিল হান্ট অভিযানের নামে পুলিশি হয়রানির অভিযোগ বিএনপি নেতার

- আপডেট: ০৬:৫১:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / 92
পঞ্চগড়ে ডেভিল হান্ট অভিযানের নামে সাধারণ মানুষ, সংখ্যালঘু ও বিএনপি সমর্থকদের পুলিশি হয়রানির অভিযোগ উঠেছে। এমন অভিযোগ করেছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মাহফুজুর রহমান বাবু। বুধবার সকালে সাংবাদিকদের কাছে দেওয়া বক্তব্যে তিনি বলেন, গত এক মাস ধরে জেলার বিভিন্ন এলাকায় বিনা ওয়ারেন্টে সাধারণ মানুষকে আটক ও হয়রানি করা হচ্ছে। তাঁর দাবি, এই অভিযানের নামে পুলিশ অতি উৎসাহী হয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযান চালাচ্ছে।
মাহফুজুর রহমান বাবু অভিযোগ করেন, এ ধরনের অভিযানের ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক সাধারণ মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। তিনি বলেন, এই হয়রানি শুধু বিএনপি সমর্থকদের মধ্যেই সীমাবদ্ধ নয়। যারা সংখ্যালঘু হয়েও বিএনপিতে ভোট দেওয়ার কথা প্রকাশ করছেন, তারাও ভয় ও চাপের মুখে রয়েছেন।
তিনি আরও বলেন, এ পরিস্থিতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভোটের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে পুলিশের বিরুদ্ধে বাণিজ্যের অভিযোগও তোলেন তিনি।
সদর উপজেলার বিএনপির বিভিন্ন স্তরের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সামনের সারির অনেক নেতা প্রকাশ্যে পঞ্চগড় শহরে ঘুরে বেড়ালেও তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে না। অথচ গ্রাম পর্যায়ে নামমাত্র আওয়ামী লীগ সমর্থক বা বিএনপির সঙ্গে যুক্ত সন্দেহে অনেককে আটক করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এ ধরনের কোনো ঘটনার কথা আমার জানা নেই। পঞ্চগড় সদর থানা পুলিশের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানির সঙ্গে আমরা জড়িত নই।
তিনি আরও বলেন, পুলিশের একটি মিডিয়া সেল রয়েছে, এ বিষয়ে তারা বিস্তারিত জানাতে পারবে। পাশাপাশি পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী থানার সব কার্যক্রম পরিচালিত হয় বলেও জানান তিনি।



















