০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬

কেন্দুয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:১৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / 53

নেত্রকোণার কেন্দুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর ) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জেলা পরিষদ হলরুমে প্রাক্তন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূইয়া দুলালের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীর খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জিয়া পরিষদের সহ-সভাপতি রোটারিয়ান এম. নাজমুল হাসান, ‘আমরা জিয়া পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান সেলিম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান বিন শফিক সোহাগ এবং মেজর সিদ্দিক।

এসময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমকে ধারণ করে সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও গতিশীল করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল কেন্দুয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল যুবদলের নেতাকর্মীদের উচ্ছ্বাস, উৎসবমুখর পরিবেশ এবং দেশপ্রেমের জোয়ার।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

কেন্দুয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট: ০৩:১৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

নেত্রকোণার কেন্দুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর ) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জেলা পরিষদ হলরুমে প্রাক্তন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূইয়া দুলালের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীর খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জিয়া পরিষদের সহ-সভাপতি রোটারিয়ান এম. নাজমুল হাসান, ‘আমরা জিয়া পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান সেলিম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান বিন শফিক সোহাগ এবং মেজর সিদ্দিক।

এসময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমকে ধারণ করে সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও গতিশীল করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল কেন্দুয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল যুবদলের নেতাকর্মীদের উচ্ছ্বাস, উৎসবমুখর পরিবেশ এবং দেশপ্রেমের জোয়ার।

শেয়ার করুন